শিরোনাম
- হোম
- কুমিল্লায় গুলিচালানোর ঘটনায় তিনজনের জামিন হলেও রেদোয়ানের নামঞ্জুর
কুমিল্লায় গুলিচালানোর ঘটনায় তিনজনের জামিন হলেও রেদোয়ানের নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে গুলি করে আহত করার মামলায় জামিন মিলেনি সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের। তবে তার গাড়ি চালকসহ আরও দুই কর্মী জামিন পেয়েছেন। তারা সকলেই রেদোয়ান আহমেদের সাথে গ্রেফতার হয়েছিলেন। সোমবার (২৩ মে) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. আতাব উল্লাহ এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন নামঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিন প্রাপ্তরা হলেন- ড. রেদোয়ান আহমেদের গাড়ি চালক রেজাউল করিম, এলডিপি কর্মী বাকি বিল্লাহ ও মোহাম্মদ আলী।
আইনজীবী তৌহিদুল জানান, ড. রেদোয়ান আহমেদের জামিন চেয়েছিলাম। কিন্তু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ৭ এর বিচারক রিমান্ড শোনানী পেন্ডিং রাখায় জেলা দায়রা জজ আদালত রেদোয়ান আহমেদের জামিন দেননি। তবে তাঁর সাথে থাকা তিনজনের জামিন প্রদান করেন।
প্রসঙ্গত, গত ৯ মে কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদপুনর্মিলনীর আয়োজন করে। দুপুর আড়াইটায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ এর প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা এলডিপির প্রোগ্রাম করতে নিষেধ করেন এবং ছাত্রলীগও প্রোগ্রাম করবেন না বলে জানান। এসময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুইটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন।
তারপর, সেদিন তাকে পুলিশ হেফাজত থেকে গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনাহয়। কারাগারে আনলে গত ১৭ মে রেদোয়ান আহমেদ অসুস্থ হয়ে পড়লে তাকে জাতীয় হৃদরোগ ইন্সস্টিটিউটের সিসিইউ’তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে ২২ মে তাকে ফের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। বর্তমানে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারেই রয়েছেন।

পরীমনির "পাফ ড্যাডি" ওয়েব সিরিজ বন্ধে আইনি নোটিশ
পরীমনির অভিনীত ওয়েব সিরিজ "পাফ.. বিস্তারিত

'আওয়ামী লীগ নেতাকর্মীদের আবার আওয়ামী লীগে ফেরাতে চাই'
কুমিল্লার একটি অভিযাত রেস্টুরে.. বিস্তারিত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কুমিল্লায় মিলাদ ও দোয়া
মিলাদ ও দোয়া দোয়া আয়োজনের ম.. বিস্তারিত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কুমিল্লায় মিলাদ ও দোয়া
মিলাদ ও দোয়া দোয়া আয়োজনের ম.. বিস্তারিত

'আওয়ামী লীগ নেতাকর্মীদের আবার আওয়ামী লীগে ফেরাতে চাই'
কুমিল্লার একটি অভিযাত রেস্টুরে.. বিস্তারিত

পরীমনির "পাফ ড্যাডি" ওয়েব সিরিজ বন্ধে আইনি নোটিশ
পরীমনির অভিনীত ওয়েব সিরিজ "পাফ.. বিস্তারিত

পরিবেশ বন্ধু বৃক্ষ পেয়ে শিশুদের মুখে সবুজ হাসি
এসব বৃক্ষ রোপণ করা হবে শিশুদের.. বিস্তারিত

কুমিল্লায় বৃষ্টির পানিতে বেরিয়ে আসলো অবিস্ফোরিত মটারশেল
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সম.. বিস্তারিত