শিরোনাম

প্রকাশঃ ২০২২-০৫-২৬ ২৩:৪২:০৪,   আপডেটঃ ২০২৩-০৯-২৯ ০৭:৪২:৫৬


কুমিল্লায় তেল বোঝাই ট্যাংক ওয়াগন ট্রেনের বগি লাইনচ্যুত

কুমিল্লায় তেল বোঝাই ট্যাংক ওয়াগন ট্রেনের বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার রেল স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তেল বোঝাই ট্যাংক ওয়াগন ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

রাত সাড়ে ১০টায় রেল স্টেশনের অদূরে শাসনগাছা রেলগেইটে ট্রেনের নবম বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে সড়ক পথের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। 

কুমিল্লা জেলা রেলওয়ের প্রকৌশলী বিভাগের প্রধান  মোরসালিনুল রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, কি কারণে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সেটা খোঁজ নেওয়া হচ্ছে।ঘটনাটি স্টেশন এলাকাতে হওয়াতে অন্য লাইনে ট্রেন চলাচলে ব্যবস্থা করা হয়েছে। তবে আশা করছি ঘন্টাখানেকের মধ্যে স্বাভাবিক করা সম্ভব হবে।



www.a2sys.co

আরো পড়ুন