শিরোনাম

প্রকাশঃ ২০২২-০৬-১৯ ২৩:২১:২৩,   আপডেটঃ ২০২৪-১০-০৭ ২২:৩৮:১৬


ইরাকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাকসামের যুবকের মৃত্যু

ইরাকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাকসামের যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ইরাকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজন নামের বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের আবদুল কাদেরের ছেলে। রবিবার (১৯ জুন) রাত ৯ টায়  বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই মনিরুল ইসলাম। 

মনিরুল ইসলাম বলেন, রাজন তিন বছর আগে ভাগ্যবদলের আশায় ফাঁড়ি জমায় মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে। সেখানে গিয়ে যেখানে কাজ পেতো সেখানেই কাজ করতো রাজন। রবিবার (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৮ টায় ইরাকের বাগদাদের আলমনসুরা এলাকায় কাজে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে। আমরা তার লাশ দেশের আনার জন্য কাজ করছি।

তার বন্ধু হাবিবুল বাশার বলেন, তার বাড়ি আমার বাড়ির পাশেই। রাজন ছোট বেলা থেকেই আমাদের সাথে বড় হয়েছে। সহজ সরল ছেলে। আমার বাড়ি থেকে তার মা-বাবা ও আত্মীয়স্বজনের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। অনেক খারাপ লাগছে তার মৃত্যুতে। সে মৃত্যুর কয়েকদিন আগে তার ফেসবুক আইডিতে লিখেছেন, আমি মরে যাওয়ার পরে যদি আমার প্রোফাইলে আসেন আমার নাজাতের জন্য দোয়া করবেন। এখনও লেখাটি ফেসবুকে ভেসে উঠছে।

মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান সাহিদুল ইসলাম শাহিন বলেন, আমি ফেসবুকে দেখেছি রাজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। খবর নিয়ে যা সহযোগীতা করা দরকার করবো।



www.a2sys.co

আরো পড়ুন