শিরোনাম

প্রকাশঃ ২০২২-০৬-২৩ ১৭:৩৪:০৭,   আপডেটঃ ২০২৩-১২-০৫ ১৯:৪০:৪০


আর্থিক সহায়তা দিয়ে সিলেটের বানভাসি মানুষের পাশে ভিক্টোরিয়া কলেজ

আর্থিক সহায়তা দিয়ে সিলেটের বানভাসি মানুষের পাশে ভিক্টোরিয়া কলেজ

নিজস্ব প্রতিবেদক 

বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সহযোগীতায় দুই লক্ষ টাকা সংগ্রহ করে ভিক্টোরিয়া কলেজ। বৃহস্পতিবার (২৩জুন) কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নিকট এ অর্থ প্রদান করেন কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদসহ ভিক্টোরিয়া কলেজের শিক্ষক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ভিক্টোরিয়া পরিবারের পক্ষে এটি ছোট উপহার। সন্মানিত শিক্ষক প্রতিনিধিদের পরামর্শে আমাদের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা সামর্থ্যমতো সহযোগীতা করেছেন। আমরা বৃহস্পতিবার জেলা প্রশাসকের হাতে দু'লক্ষ টাকা দিয়েছি। আমরা মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করবো। 



www.a2sys.co

আরো পড়ুন