শিরোনাম

প্রকাশঃ ২০২২-০৭-১২ ২২:০২:৩৯,   আপডেটঃ ২০২৩-০৯-২৯ ০৭:৪৬:১৩


দেবিদ্ধারে চাঁদরাতে যুবক হত্যায় দুই আসামি গ্রেফতার

দেবিদ্ধারে চাঁদরাতে যুবক হত্যায় দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা দেবিদ্বার উপজেলা তর্কে জড়িয়ে চাঁদরাতে যুবককে হত্যার মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জুলাই) দেবিদ্বারে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর।

তিনি বলেন, গত ৯ জুলাই বিকেলে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের ওই এলাকার জাকির হোসেনের ছেলে শান্তকে হত্যার অভিযোগ ওঠে। এই অভিযোগে ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত শান্তর বাবা জাকির হোসেন। 

অভিযোগের ভিত্তিতে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো— মামলার ২নম্বর আসামি নুরপুর গ্রামের উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন ও মামলার ৬নম্বর আসামি আবুল কাশেমের ছেলে মোখলেছুর রহমান ওরপে মোখলেছ। 

এই মামলায় প্রধান আসামি করা হয় নুরপুর গ্রামের খোয়াজ আলীর ছেলে মোহাম্মদ আল-আমিনকে। এছাড়াও মামলার অন্য আসামিরা হলো— নুরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ সগীর, বায়জিদ, সিরাজসহ অজ্ঞাত নাকি ১৫ জনকে।

উল্লেখ, ঈদের আগের রাতে ( ৯ জুলাই) দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের মসজিদ মার্কেটের চা দোকানে তর্কে জড়িয়ে শান্তকে ছুরিকাঘাতে হত্যা করে কয়েকজন যুবক। এ ঘটনায় গুরুতর আহত চার জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।



www.a2sys.co

আরো পড়ুন