শিরোনাম
- হোম
- আগ্নেয়াস্ত্রধারী জুয়েলের এক ছবিতে তোলপাড় সারাদেশে!
আগ্নেয়াস্ত্রধারী জুয়েলের এক ছবিতে তোলপাড় সারাদেশে!

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার। হামলার শিকার শাহজালাল মজুমদারের অভিযোগ হামলার সময় একটি বিদেশি রাইফেল প্রদর্শন করেছেন হামলাকারী মনিরুজ্জামান জুয়েল। ইতোমধ্যে তার হাতে থাকা একটি বিদেশি আগ্নেয়াস্ত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যা নিয়ে সারা দিছে তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মনিরুজ্জামান জুয়েল শ্রীপুর ইউনিয়নের নালঘর গ্রামের হাজী আলী আকবরের ছেলে। তার বিরুদ্ধে একটি চেক ডিজঅনার মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় সাথে কথা হয় হামলার শিকার শাহজালাল মজুমদারের সাথে। তিনি বলেন, জুয়েল একজন সন্ত্রাসী। এই ছবিতো মাত্র ভাইরাল হলো। সে সব সময় এলাকায় এই ছাড়াও অনেক অস্ত্র নিয়ে প্রবেশ করেছে। শুধু তাই নয় প্রকাশ্যে ঘুরে বেড়াতো এসব অস্ত্র নিয়ে। তার ভয়ে কেউ কথা বলতোনা। তার বিরুদ্ধে আদালতের একাধিক গ্রেফতারী পরোয়ানা আছে। তারপরও রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেফতার করে না। এরকম একাধিক কারণে আমি এখন আর পুলিশের ওপর নির্ভর করতে পারছিনা। তাই আমি আদালতে মামলা করবো।
এদিকে হামলার পর মেশিনগান হাতে মনিরুজ্জামানের ভাইরাল হওয়া ছবি দুটিতে দেখা যায়, মনিরুজ্জামান জুয়েল একই উপজেলার মিয়াবাজারস্থ গ্রীণ ভিউ রেস্টুরেন্টের সামনে মেশিনগানটি একহাতে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। তার আরেক আরেক হাতে সিগারেট। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে, আগ্নেয়াস্ত্র হাতে ঘটনাস্থল থেকে চলে যাচ্ছেন তিনি।
নাম পরিচয় গোপন রেখে কুমিল্লা জেলা পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাইফেলটির মডেল সঠিকভাবে বলতে পারেননি। তবে তারা বলেছেন, মনিরুজ্জামানের হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি পয়েন্ট ২২ (.২২) সোল রাইফেল নয়, যেটির লাইসেন্স নিয়েছিল মনিরুজ্জামান।
জানা যায়, বৃহস্পতিবার উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে দাওয়াত খেয়ে ব্যক্তিগত গাড়িতে নিজ গ্রাম মান্দারিয়ায় ফিরছিলেন ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার। বেলা তিনটার দিকে নালঘর পশ্চিম বাজার সামাদ মেম্বারের বাড়ির কাছে তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালান ‘যুবলীগ নেতা’ হিসেবে পরিচিত মনিরুজ্জামান জুয়েলসহ ৭/৮ জন। এ সময় শাহজালাল মজুমদার গাড়ি থেকে নেমে দৌড়ে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। একপর্যায়ে হামলাকারীরা তার গাড়ি হকিস্টিক দিয়ে ভাংচুর করেন। খবর পেয়ে শাহজালাল মজুমদারের সমর্থকেরা এগিয়ে এলে মনিরুজ্জামান ও তার সঙ্গীরা পালিয়ে যান। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলেও জানা যায়।
হামলার শিকার শাহজালাল মজুমদার বলেন, মনিরুজ্জামান জুয়েল একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। সে সবসময় এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরাফেরা করে। এমনকি চায়ের দোকানে চা খেতে বসলেও সে অস্ত্রটি প্রদর্শন করতে থাকে। তার কাছে নিশ্চয়ই আরো অনেক অস্ত্র রয়েছে, এগুলো উদ্ধার করা প্রয়োজন। তার ভয়ে মানুষ আতঙ্কে থাকে। এর আগেও সে কয়েকবার আমার উপর হামলা চালিয়েছে। এর আগে ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জের ধরেও সে আমার উপর হামলা চালায়। বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকলেও রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না। তাই ভাবছি থানায় মামলা করবো না। রবিবার কুমিল্লার আদালতে গিয়ে মামলা করবো।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ-যুবলীগের কোনো কমিটিতে জুয়েলের কোনো কোনো পদ-পদবী নাই। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট থাকায় গ্রেফতার থেকে বাঁচতে সে যুবলীগের পরিচয় বহন করছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ভাইরাল হওয়া ছবিটি বৃহস্পতিবারের নয়। এটি অনেক আগের ছবি। যখন জালাল মজুমদারের সাথে মনিরুজ্জামানের ভালো সম্পর্ক ছিল তখনকার। তাছাড়া এই ছবিটি শাহজালাল মজুমদারের শ্বশুরের মিয়াবাজারস্থ হোটেল গ্রীণ ভিউ রেস্টুরেন্টের সামনে তোলা। তখন তারা ভালো সম্পর্কে ছিল। পরে বৃহস্পতিবার হঠাৎ তিনি ছবিটি আপলোড করেন।
মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে গ্রেফতারী পরোনা থাকলেও কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না এমন প্রশ্নে ওসি বলেন, তার বিরুদ্ধে একটি চেক ডিজঅনার মামলায় রয়েছে। সেই মামলাতেই তার গ্রেফতারের পরওয়ানা এসেছে। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি।

'আওয়ামী লীগ নেতাকর্মীদের আবার আওয়ামী লীগে ফেরাতে চাই'
কুমিল্লার একটি অভিযাত রেস্টুরে.. বিস্তারিত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কুমিল্লায় মিলাদ ও দোয়া
মিলাদ ও দোয়া দোয়া আয়োজনের ম.. বিস্তারিত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কুমিল্লায় মিলাদ ও দোয়া
মিলাদ ও দোয়া দোয়া আয়োজনের ম.. বিস্তারিত

'আওয়ামী লীগ নেতাকর্মীদের আবার আওয়ামী লীগে ফেরাতে চাই'
কুমিল্লার একটি অভিযাত রেস্টুরে.. বিস্তারিত

পরীমনির "পাফ ড্যাডি" ওয়েব সিরিজ বন্ধে আইনি নোটিশ
পরীমনির অভিনীত ওয়েব সিরিজ "পাফ.. বিস্তারিত

পরিবেশ বন্ধু বৃক্ষ পেয়ে শিশুদের মুখে সবুজ হাসি
এসব বৃক্ষ রোপণ করা হবে শিশুদের.. বিস্তারিত

কুমিল্লায় বৃষ্টির পানিতে বেরিয়ে আসলো অবিস্ফোরিত মটারশেল
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সম.. বিস্তারিত