শিরোনাম
- হোম
- মোটরসাইকেলে বাসের ধাক্কায় বাঁশি বাদক মনির নিহত
মোটরসাইকেলে বাসের ধাক্কায় বাঁশি বাদক মনির নিহত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মনির হোসেন এক বাঁশি বাদক নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) ভোর চারটায় উপজেলার বিজয়পুরের হরিশ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত প্যাড বাদক সহযোগী বোরহান উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।
নিহত মনির হোসেন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের তোতা মিয়ার ছেলে।
নিহত মনির ও আহত বোরহান দুজনেই সাংস্কৃতির সংগঠন 'দ্যা কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লা'র সদস্য ছিলেন। এই সংগঠনের সাধারণ সম্পাদক কিশোর কান্তি দে (কিষাণ) সকাল সাড়ে ৮ টার দিকে মনিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত বোরহানের বরাতে তিনি বলেন, ভোর সাড়ে চারটার দিকে তারা লাকসামের একটি অনুষ্ঠানের শেষ করে কুমিল্লা ফিরছিল। যখন হরিশ্চর এলাকায় আসলো পেছন থেকে একটি বাস তা থেকে ধাক্কা দেয়। এসময় মনির হোসেন ঘটনাস্থলেই মারা যায়। পরে বোরহান কি উদ্ধার করে হাসপাতালে উদ্দেশ্যে গাড়িতে তুলে দেয়। ঘটনাস্থল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা কলেজ হাসপাতালের উদ্দেশ্যে পাঠিয়ে দেন।
এদিকে সংগঠনের আরেক সদস্য রাসেল দেওয়ান বলেন, তারা লাকসামে চারজন গিয়েছিল দুইটি বাইকে। দুজন সামনে ছিল। মনির ভাই এবং বোরহান পেছনে ছিল। দুর্ঘটনাকবলিত হলে মনির ভাই মারা যায় এবং বোরহানকে হাসপাতালে নেয়া হয়। আমাদের আজকে সন্ধ্যায় ভৈরবে আরেকটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা। যে কারণে আমরা একটি বড় বাস ভাড়া নিয়েছি। এবং মনির ভাই লাকসাম থেকে আসলে ভৈরবের উদ্দেশ্যে রওনা দিতাম। আমরা সবাই যাচ্ছি কিন্তু মনির ভাইয়া যাচ্ছেন না। তিনি চলে গেলেন পরপাড়ে। আমাদের সবচেয়ে বড় সাহস ছিল মনির ভাই। দারুন বাঁশি বাজাতেন, শো মাতিয়ে রাখতে তার ভূমিকা সবচেয়ে বেশি।
লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির আইসি কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, আমরা একটু আগেই খবর পেয়েছি। সেখানে পুলিশ গেছে। তবে কাউকে পায়নি। আমরা খবর নিচ্ছি।
কুমিল্লা সীমান্তে গুলি করে যুবকের মরদেহ ভারতে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লা সীমান্তে বিএসএফ এর গু.. বিস্তারিত
কুমিল্লায় ছাত্রশিবিরের উদ্যোগে বুয়েট শিক্ষার্থী আবদারের শাহাদাৎ বার্ষিকী পালন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়.. বিস্তারিত
কুমিল্লা সীমান্তে গুলি করে যুবকের মরদেহ ভারতে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লা সীমান্তে বিএসএফ এর গু.. বিস্তারিত
কুমিল্লায় ছাত্রশিবিরের উদ্যোগে বুয়েট শিক্ষার্থী আবদারের শাহাদাৎ বার্ষিকী পালন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়.. বিস্তারিত
বরুড়ায় পাগলা কুকুর আতঙ্ক, কামড় খেয়ে আহত ১৫
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল তি.. বিস্তারিত
কুমিল্লায় বন্যায় বাস্তুচ্যুতদের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তায় সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক.. বিস্তারিত
ভারত থেকে বাংলাদেশে প্রবেশ আটক ৩
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অ.. বিস্তারিত