শিরোনাম

প্রকাশঃ ২০২২-০৮-১৭ ২২:৫২:৫৫,   আপডেটঃ ২০২৩-০৯-২৯ ০৭:৪৮:৩৫


চৌদ্দগ্রামে বন্ধুর জন্মদিনে কেক কিনতে গিয়ে গাড়ি চাপায় লাশ হলো ৩ বন্ধু

চৌদ্দগ্রামে বন্ধুর জন্মদিনে কেক কিনতে গিয়ে গাড়ি চাপায় লাশ হলো ৩ বন্ধু

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে গাড়ি চাপায় সিএনজি চালিত অটোরিক্সায় থাকা তিন বন্ধু নিহত হয়েছে। বার্থডে কেক নিয়ে তিন বন্ধু যাচ্ছিলেন জন্মদিন পালন করতে। 

বুধবার (১৭ আগস্ট) রাত পৌনে ৯ টার দিকে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

তারা হলো ছবির ডানে কালিকাপুর ইউনিয়নের  ছুফুয়া গ্রামের মদিনা গাড়ির চালক হাসেমের  ছেলে লিমন কিং, মাঝে বদরপুর মধ্য পাড়া আব্দুল গফুরের ছেলে রাজ্জাক ওরপে সজিব, বামে দূর্গাপুর মজুমদার বাড়ি এলাকার হানিফ মিয়ার ছেলে সিফাত। তারা তিন জনই ছুফুয়া মাদ্রাসার আলিমের ছাত্র। 

বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মহসিন। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ছুফুয়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত।

দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশাতে জন্মদিনের কেক পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে তারা কোন বন্ধুর জন্মদিন পালনের উদ্দেশ্যে যাচ্ছিল। 

ঘটনাস্থল থেকে লাশ থানায় আনা হয়েছে।  তবে চাপা দিয়ে চলে যাওয়া গাড়ি আটক করা যায়নি। 



www.a2sys.co

আরো পড়ুন