শিরোনাম

প্রকাশঃ ২০২২-০৮-১৯ ১৫:৪৩:৪৭,   আপডেটঃ ২০২৩-০৯-২৯ ০৭:৪৮:৪২


কুমিল্লার বাজারে ৪২ টাকার ডিম ৫১ টাকা, সুপারসপকে জরিমানা

কুমিল্লার বাজারে ৪২ টাকার ডিম ৫১ টাকা, সুপারসপকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় ৪২ থেকে ৪৫ টাকার একহালি ডিম ৫১ টাকা বিক্রি করায় নগরীর বাদুরতলা এলাকার আমানা সুপারসপ‌কে ১০ হাজার ট‌াকা জ‌রিমানা করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র কু‌মিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম এ জরিমানা করেন।

তিনি বলেন, অ‌যৌ‌ক্তিক দা‌মে আলু বিক্রি করায় রানীর বাজার এলাকার চৌধুরী ট্রেডার্স‌কে এক হাজার টাকা এবং মু‌মি‌নের সব‌জির দোকান‌কে ৫শ টাকাসহ মোট তিন প্রতিষ্ঠান‌কে ১১ হাজার ৫শ টাকা জ‌রিমানা করা হয়। এসময় ওইসব এলাকার অন‌্যান‌্য সুপারসপ, ডিম ও মুরগীর বাজা‌রে তদার‌কি কার্যক্রম চালা‌নো হয়। ব্যবসায়ীদের আমরা সতর্ক করেছি ভোক্তার অধিকার হরণের চেষ্টা করবেন না। অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হয়ে।



www.a2sys.co

আরো পড়ুন