শিরোনাম

প্রকাশঃ ২০২২-০৮-২৬ ১৭:১৪:৪৬,   আপডেটঃ ২০২৩-০৯-৩০ ০০:১০:০০


কুমিল্লার বাজারে ২ কেজি মুরগির ওজনে ৪০০ গ্ৰাম কম, বিক্রেতাকে জরিমানা

কুমিল্লার বাজারে ২ কেজি মুরগির ওজনে ৪০০ গ্ৰাম কম, বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় ১ কেজি ৬০০ গ্রাম ওজনের মুরগীকে ২ কেজি বলে বিক্রির অপরাধে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৬ আগষ্ট) দুপুরে নগরীর রাজগঞ্জ বাজারে মুরগীর দোকা‌নে এ জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলাম বলেন, দুই কে‌জি ১০০ গ্রাম ওজনের এক মুরগি বিক্রি করেছেন রুবেল ব্রয়লার দোকানের মালিক। আমরা সেই মুরগী পুনরায় পরিমাপের মাধ্যমে যাচাই ক‌রে দেখা গেলো এটির ওজন এক কেজি ৭২০ গ্রাম। দুই কে‌জি‌ মুরগীতে ৪০০ গ্রাম কম। দামের হিসেবে ১১৬ টাকা কম। অনিয়ম করায় রাজগ‌ঞ্জের রু‌বেল ব্রয়লার হাউজ‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা হয়েছে। এ সময় তার দোকানে থাকা প‌রিমাপক যন্ত্র জব্দ ক‌রে ধ্বংস করা হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক এ‌ কে আজাদ এবং জেলা  পু‌লি‌শের এক‌টি টিম। উল্লেখ, এসময় আরও ওই এলাকার সকল দোকানে অভিযান পরিচালনা করা হয়।



www.a2sys.co

আরো পড়ুন