শিরোনাম

প্রকাশঃ ২০২২-০৮-২৮ ১৫:৪২:৪৩,   আপডেটঃ ২০২৩-০৯-২৯ ০৭:৪৯:০৩


কুমিল্লায় বাড়তি দামে সার বিক্রি ও খাবারে ক্ষতিকর রং ব্যবহারে পাঁচ প্রতিষ্ঠানকে পৌনে এক লাখ টাকা জরিমানা

কুমিল্লায় বাড়তি দামে সার বিক্রি ও খাবারে ক্ষতিকর রং ব্যবহারে পাঁচ প্রতিষ্ঠানকে পৌনে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় নির্ধা‌রিত মূ‌ল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও খাবারে ক্ষতিকর রং ব্যবহার করাসহ বিভিন্ন অভিযোগে পাঁচ প্রতিষ্ঠান‌কে ৭২ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা। 

রবিবার কু‌মিল্লার সদর উপ‌জেলার নোয়াপাড়া, হা‌তিগাড়া ও কা‌লির বাজার এলাকার নিত‌্যপ‌ণ‌্য ও সা‌রের দোকা‌নে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে এ অর্থদণ্ড করা হয়। 


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অ‌তি‌রিক্ত দামে সার বি‌ক্রি করায় কা‌লির বাজার এলাকার গোমতী ট্রেডার্সকে ১০ হাজার টাকা একই অ‌ভি‌যো‌গে শ‌ফিক ট্রেডার্সকে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। সা‌রের দোকা‌নে লাল সালু‌তে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় হা‌তিগাড়া এলাকার শা‌মিম এন্টারপ্রাইজ‌কে ৫ হাজার টাকা এবং কা‌লির বাজা‌রের কৃ‌ষি ঘর‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও অ‌বৈধ প্রক্রিয়ায় খাদ‌্য প্রস্তুত এবং খাবা‌রে ক্ষ‌তিকর রং ব‌্যবহার করায় নোয়াপাড়া এলাকার তা‌হের ফুড প্রোডাক্টস‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা এবং অনু‌মোদনহীন ২ কৌটা রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়। রবিবারের এ তদারকি অভিযানে মোট পাঁচ প্রতিষ্ঠান‌কে ৭২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও সকল‌কে ভোক্তা অ‌ধিকার আইন মে‌নে ব‌্যবসা প‌রিচালনার নি‌র্দেশনা দেওয়া হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।



www.a2sys.co

আরো পড়ুন