শিরোনাম

প্রকাশঃ ২০২২-১০-০৭ ২১:৩৯:২২,   আপডেটঃ ২০২৩-০৯-২৫ ০৩:৪২:৫৪


কুমিল্লায় দুর্গাপূজার নাচের ভিডিও এডিট, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবক গ্ৰেফতার

কুমিল্লায় দুর্গাপূজার নাচের ভিডিও এডিট, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবক গ্ৰেফতার

নিজস্ব প্রতিবেদক 

শারদীয় দুর্গাপূজার নাচের ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ফেসবুকের মালিক সাইকুল ইসলাম সুজন নামে এ ব্যক্তিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজপুর গ্রাম থেকে বৃহস্পতিবার গ্ৰেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া। 

 তিনি জানান, গত ৫ অক্টোবর বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের কমল চন্দ্র মিত্র(৪০) নামে এক ব্যক্তি শারদীয় দূর্গা পূজার বিজয়া দশমীর একটি নাচের দৃশ্যের ভিডিও তাহার নিজ মোবাইলে ধারন করে।এরপর তাহার প্রতিষ্ঠানের নামে পরিচালিত "নন্দিতা জুয়েলার্স" নামক ফেইসবুক আইডির ষ্টোরিতে আপলোড করেন। 

তার একদিন পরেই গত ৬ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় সময় কমল চন্দ্র মিত্র দেখেন, তাহার আপলোডকৃত ভিডিওটি কেউ একজন তাহার ফেসবুক স্টোরি থেকে ডাউনলোড কিংবা স্ক্রিন রেকর্ডিং করে।  ওই ভিডিওটিতে এডিটিং এর মাধ্যমে একটি ইসলামী নাতেরাসুল/ গজল সংযোজন করিয়া ”SujAn" নামীয় একটি ফেইসবুক আইডিতে আপলোড করে ধর্মীয় উস্কানিমূলক একটি স্ট্যাটাস দেয়। বিষয়টি সাথে সাথে কমল চন্দ্র মিত্র পুলিশকে অবহিত করেন। 

তিনি আরো জানান, অভিযোগ পেয়ে পুলিশ "SujAn" নামীয় ফেসবুকটির মালিকানা ও পোস্টদাতাকে সনাক্ত করে।  এরপর ওইদিনই ফেসবুকের মালিক ও পোস্টদাতা মোঃ সাইকুল ইসলাম সুজনকে (২১) গ্রেফতার করে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম বিষয়টি স্বীকার করেন এবং তার ব্যবহৃত মোবাইলের মাধ্যমে নিজের ফেসবুক আইডিতে ওই ভিডিওটি ধারণ করে এবং ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস দেয়। 

সাইফুল ইসলাম কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

তাছাড়া ভিডিওটি তাহার ভাতিজা সর্ম্পকিত দুবাই প্রবাসী পলাতক আসামী রাকিবুল ইসলাম(২১) এবং পলাতক আসামী সানজিদা আক্তারের (অজ্ঞাত) ফেইসবুক মেসেঞ্জারে পাঠিয়েছে স্বীকার করে।

ডিবির এ ওসি জানান, ভিডিও এডিটিং এর মাধ্যমে আসামিগণ তাহাদের পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননাকর ভিডিও আপলোড করে। এমনকি উস্কানী মূলক, আক্রমনাত্বক মিথ্যা তথ্য প্রকাশ করে। অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।



www.a2sys.co

আরো পড়ুন