শিরোনাম

প্রকাশঃ ২০২২-১০-১৪ ২১:২৪:৪৭,   আপডেটঃ ২০২৩-০৯-২৩ ২৩:৪০:৪২


যে কারণে কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে ৬ যাত্রী হাসপাতালে

যে কারণে কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে ৬ যাত্রী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার বিজয়পুর এলাকায় কর্ণফুলী ট্রেনের ছাদ থেকে পড়ে ৬ যাত্রী আহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় ঢাকা-চট্টগ্রাম রুটের কুমিল্লা সদর দক্ষিন উপজেলার বিজয়পুর বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন নাঙ্গলকোট উপজেলার সামিউল্লাহ (১৮) রাজু (২১) রকি (২০) হৃদয় (২০)ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা উপজেলার কুটি এলাকার মোঃ আলম (২০) ও মোবারক হোসেন (৩০)। আহতদের মধ্যে আলম ও মোবারকের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

 কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুর রহমান জানান, ট্রেনের ছাদে করে যাত্রীরা চট্টগ্রামের উদ্দেশ্য যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ৬ জন ছিটকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 



www.a2sys.co

আরো পড়ুন