শিরোনাম

প্রকাশঃ ২০২২-১০-২০ ১৬:৪৩:১৫,   আপডেটঃ ২০২৪-০৩-২৭ ১১:২৩:৪২


কুমিল্লায় ক্ষ‌তিকারক রং ব্যবহার করে মি‌ষ্টি তৈরি

কুমিল্লায় ক্ষ‌তিকারক রং ব্যবহার করে মি‌ষ্টি তৈরি

নিজস্ব প্রতিবেদক 

কু‌মিল্লায় অনু‌মোদনহীন ও অস্বাস্থ‌্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে বৈশাখ‌ী ফুড নামের এক‌ প্রতিষ্ঠান‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

বৃহস্পতিবার কুমিল্লার সদর উপজেলার বালুতুপা এলাকায় এ তদার‌কি অ‌ভিযা‌নে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কু‌মিল্লা সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান,  অনু‌মোদনহীন ক্ষ‌তিকারক রং ব‌্যবহার ক‌রে মি‌ষ্টি প্রস্তুত এবং অস্বাস্থ‌্যকরভা‌বে অ‌বৈধ প্রক্রিয়ায় খাদ‌্যপণ‌্য তৈ‌রির অ‌ভি‌যো‌গে মেসার্স বৈশাখ‌ী ফুড নামের এক‌টি প্রতিষ্ঠান‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা, ২০ কে‌জি পোড়া তেল এবং ৩‌ কৌটা অনু‌মোদনহীন রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়।  

স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। 



www.a2sys.co

আরো পড়ুন