শিরোনাম

প্রকাশঃ ২০২২-১০-২১ ১২:১৩:২৭,   আপডেটঃ ২০২৩-০৯-২৪ ১২:১৪:৩৬


কুমিল্লার বাজারে চিনির দরে সেঞ্চুরি!

কুমিল্লার বাজারে চিনির দরে সেঞ্চুরি!

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার বাজারে চিনির দামে সেঞ্চুরি। এক সপ্তাহ আগে খোলা ও প্যাকেটজাত চিনির দাম সমান প্রতি কেজি ৯৫ টাকায় বিক্রি। এখন খোলা চিনি আরও ৫ টাকা বেড়ে শুক্রবার কুমিল্লা খুচরা বাজারে  ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

৫০ কেজির বস্তায় ৪৬৫০ টাকা থেকে বেড়ে ৫০০০ হাজার টাকা বিক্রি হচ্ছে চিনি। এছাড়া প্রতিকেজি ৯০ থেকে বেড়ে ১০০টাকায়।  

খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে খোলা চিনির সরবরাহ কম। আর প্যাকেটজাত চিনি সবখানে মেলেও না। পাইকারি বাজারে খোঁজ নিয়ে ব্যবসায়ীরা বলছেন, মিল থেকে সরবরাহ কম, তাই ব্যাপক সংকট রয়েছে। 



www.a2sys.co

আরো পড়ুন