শিরোনাম

প্রকাশঃ ২০২২-১১-১১ ১৫:২১:২১,   আপডেটঃ ২০২৩-০৯-২৯ ২২:১৩:০৮


কুমিল্লায় কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে শ্রদ্ধা জানালেন ৭ দেশের কূটনীতিক

কুমিল্লায় কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে শ্রদ্ধা জানালেন ৭ দেশের কূটনীতিক

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে নিহত সৈনিকদের স্মরণে শ্রদ্ধা জানালেন ৭ দেশের কূটনীতিক। শুক্রবার ১১ নভেম্বর কুমিল্লার ময়নামতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৭জন সৈনিকের স্মরণে প্রার্থনাসভায় অংশ নেন কুটনীতিকরা। এসময় শান্তি ও গনতন্ত্রের জন্য সৈনিকদের আত্মত্যাগকে স্মরন করেন তারা। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধে কুমিল্লার ময়নামতিতে ছিল মিত্র বাহিনীর চিকিৎসা কেন্দ্র। ১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৭ জন সৈনিক চিরনিদ্রায় শুয়ে আছেন এখানে।

প্রতি বছর নভেম্বর এর ২য় হলি ডে তে কমনওয়েলথ দেশসমুহের বাংলাদেশে নিয়োজিত হাইকমিশনার ও কূটনীতিকগণ পরিবারসহ ছুটে আসেন যুদ্ধ সমাধিতে। ফুলেল শ্রদ্ধা আর প্রার্থনায় স্মরন করেন নিহতদের।

এসময় উপস্থিত ছিলেন,  যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, কানাডিয়ান হাইকমিশনার ড. লিলি নিকোলাস,

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট প্যাটারটন ডিকসন,   কমনওয়েলথ ওয়ার গ্রেভস এর কান্ট্রি ম্যানেজার, মোফতাহুস ছাত্তার হিল্লোল।

এছাড়া বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ ইনফ্যান্টি ডিভিশনের প্রতিনিধি। 



www.a2sys.co

আরো পড়ুন