শিরোনাম

প্রকাশঃ ২০২২-১১-১৫ ১৮:৩০:৫৮,   আপডেটঃ ২০২৪-১০-০৮ ০৬:৪৬:৪৫


লরির ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেলো স্ত্রীর, স্বামী হাসপাতাল

লরির ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেলো স্ত্রীর, স্বামী হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় লরির ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে মহাসড়কের কুমিল্লার বুড়িচং এলাকার ময়নামতি ক্যান্টনমেন্ট পূবালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ছিটকে পড়ে আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও নিতে ইভার স্বামী।

ইভা আক্তার (২৫)। আহত রবিউল ইসলাম (৩২) এর স্ত্রী। তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামে। রবিউল ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত রবিউলকে হাসপাতালে পাঠিয়েছি। স্বজনরা আসলে আইনগত প্রকৃয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর লরিটি দ্রুত বেগে চলে যায় বলে জানতে পেরেছি। দুর্ঘটনার কারণ জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।



www.a2sys.co

আরো পড়ুন