শিরোনাম

প্রকাশঃ ২০২৩-০১-১৩ ০৯:৩২:৫১,   আপডেটঃ ২০২৪-০৩-২৮ ১৪:৪৭:৩১


পালাসুতায় গণপিটুনিতে ডাকাত দলের ২ সদস্য নিহত

পালাসুতায় গণপিটুনিতে ডাকাত দলের ২ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার মুরাদনগরের পালাসুতায় গণপিটুনিতে ডাকাত দলের ২ সদস্য নিহত। এরমধ্যে আরও এক সদস্যের অবস্থা আশংকাজনক। শুক্রবার (১৩ জানুয়ারি ) ভোর রাতে উপজেলার পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে।  নিহতের বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন নিশ্চিত করেছেন। 

স্থানীয় লোকজন জানান, উপজেলার কেওট গ্রামে ডাকাতি করতে গিয়ে  ধাওয়া খেয়ে পালাসুতা গ্রামের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয় ডাকাতরা।  বিষয়টি  পাহারত গ্রামবাসী দেখে ফেলেন এবং ওই ঘর থেকে তিনজন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।

পালাসুতা গ্রামের লোকজন আরো জানান, পালাসুতা, কাজিয়াতল, শুশুন্ডা, বাখরাবাদ, কেওট গ্রামসহ আশে পাশের বিভিন্ন গ্রামে গত একসপ্তাহ যাবত ডাকাতির উৎপাত বেড়ে গেছে ।  তাই গ্রামের লোকজন রাতভর বাড়ি পাহারা দেয়।  

১৯ নং দারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, ডাকাতদের কারণে মানুষ রাতে বাড়ি পাহারা দেয়। আজ জনতার হাতে তিনজন আটক ও গণপিটুনি খেয়েছে। পুলিশ এসে  তাদের চিকিৎসার  জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।  

আমার ইউনিয়নের বিভিন্ন জায়গায় গত কিছু দিন যাবত ডাকাতির খবর ও রাতে সুর চিৎকার শুনা যায়।    

মুরাদনগর  থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, গণপিটুনিতে ২ ডাকাত মারা গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত তিন ডাকাতকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে পাঠানোর দুইজন নিহত হয়। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে  ডাকাতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।



www.a2sys.co

আরো পড়ুন