শিরোনাম

প্রকাশঃ ২০২৩-০১-১৯ ১৩:৪৬:১৯,   আপডেটঃ ২০২৩-০৯-২৯ ০৭:২৭:১৭


কুমিল্লা-চাঁদপুর সড়কে ২ শ্রমিককে চাপা দিয়ে চলে গেল গাড়ি

কুমিল্লা-চাঁদপুর সড়কে ২ শ্রমিককে চাপা দিয়ে চলে গেল গাড়ি

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লালমাইয়ের বড় ধর্মপুর এলাকা থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৭ টার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। এসময় তাদের পাশে পাওয়া একটি মোবাইল থেকে পরিবারের সন্ধান পায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদুল আলম ভূইয়া।

নিহত দুজনের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার দীঘল গাঁও গ্রামে। তারা হলেন, ফরিদ মিয়া (৬০) অপরজন জাহাঙ্গীর হোসেন(৫০)। 

স্থানীয়দের বরাতে পুলিশ কর্মকর্তা মোর্শেদুল আলম ভূইয়া বলেন, সকালে স্থানীয়দের খবরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। তারা দুজনেই কলের পাইপ-ফিল্টারের কাজ করে। পরিবার বলছে তারা কাজের জন্য সকালে বের হয়েছে। লাশের সুরতহাল দেখে মনে হচ্ছে কোন গাড়ি তাদের সজোরে ধাক্কা দিয়েছে। তবে আমরা ঘটনাস্থলে কোন গাড়ি দেখিনি। তাদের দুজনেরই নাড়ি - ভুড়ি বের হয়ে গেছে। শরীর প্রায় থেতলে গেছে।

তিনি আরও বলেন, লাশ থানায় ফাঁড়িতে আনা হয়েছে। পরিবার অভিযোগ দিলে অভিযোগ নেয়া হবে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 



www.a2sys.co

আরো পড়ুন