শিরোনাম

প্রকাশঃ ২০২৩-০১-২১ ১৯:১৩:০৮,   আপডেটঃ ২০২৪-১০-০৯ ২১:৪৩:২৩


কুমিল্লায় দৃষ্টিজয়ী পরিবারের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরন

কুমিল্লায় দৃষ্টিজয়ী পরিবারের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরন

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় শতাধিক দৃষ্টিজয়ী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরন করেছে সেইভ দ্যা হিউমিনিটি।

শনিবার দুপুরে নগরীর টাউন হল মুক্তিযোদ্ধা কর্ণারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ঔষধ প্রশাসনের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অবঃ) মোঃ মোস্তাফিজুর রহমান।

সেইভ দ্যা হিউমিনিটির সমন্বয়ক এডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মাসুদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অবঃ) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, সমাজের স্বাবলম্বী মানুষরা যদি অসহায় মানুষের প্রতি তাদের সহযোগিতারহাত বাড়ায় তাহলে মানুষের মাঝে বৈষম্য কমে আসবে, ভেদাভেদ দূর হবে। দুঃখী দরিদ্র মানুষের জীবনে হাসি ফোটাতে সকলের প্রতি মানবিক দৃষ্টি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা আইনজীবি সমিতির সাবেক সভাপতি শরিফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, ষ্পেশাল পিপি এডভোকেট আব্দুল হামিদ মানিক, এডভোকেট নিগার সুলতানা, সাংবাদিক সমিতি কুমিল্লার সাধারন সম্পাদক শাহজাদা এমরান, সেইভ দ্যা হিউমিনিটির কুমিল্লা মহানগর সমন্বয়ক এডভোকেট মনির হোসেন পাটোয়ারি, মানবকল্যান রক্তদান সংস্থার সভাপতি আবুল কালাম পাটোয়ারি প্রমুখ।

অনুষ্ঠানে শতাধিক দৃষ্টিজয়ী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরন করা হয়।

সেইভ দ্যা হিউমিনিটির সমন্বয়ক এডভোকেট বদিউল আলম সুজন বলেন, বিগত দিনে করোনাকালে ৪৫০টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে তিন হাজার করোনা আক্রান্ত রোগীকে সেবা প্রদান করেছে সংগঠনটি। এছাড়াও মুমুর্ষ রোগীর জন্য ওষুধ পৌছে দেয়া ও করোনায় মৃতদের দাফন কাজেও জীবনের ঝুকিঁ নিয়ে কাজ করেছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা। 



www.a2sys.co

আরো পড়ুন