শিরোনাম

প্রকাশঃ ২০২৩-০২-০৬ ১২:৪৮:০৩,   আপডেটঃ ২০২৩-০৯-২৯ ০৭:২৭:৩৯


কুমিল্লায় দুই ভারতীয় নাগরীকসহ তিন মাদক কারবারি গ্রেফতার, জব্দ ইয়াবা ও গাঁজা

কুমিল্লায় দুই ভারতীয় নাগরীকসহ তিন মাদক কারবারি গ্রেফতার, জব্দ ইয়াবা ও গাঁজা

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজা পাচারের অভিযোগে দুই ভারতীয় নাগরীকসহ তিন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। সোমবার কুমিল্লা র‌্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, গত ০৫ ফেব্রুয়ারী রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শালধর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় একশ কেজি গাঁজা ও সাড়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফকার করা হয় ভারতীয় দুই নাগরিকসহ তিন মাদব কারবারিকে। 

গ্রেফতারকৃতরা হলেন, ভারতের ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন কুলুবাড়ী গ্রামের হারুন মিয়া’র ছেলে ফারুক হোসেন ওরফে সাদ্দাম (৩০), একই গ্রামের মোরশেদ মিয়া’র মাসুম মিয়া (২৩) এবং কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁনপুর গ্রামের মোঃ ইদ্রিস মিয়া’র ছেলে গোলাম রাব্বি ইসলাম পাপ্পু (২০)।

তিনি আরও জানান, মাদক কারবারিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী দেশ ভারত হতে অবৈধ মাদকদব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য চোরাইপথে বাংলাদেশে আনায়ন করে। এরপর কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা  প্রক্রিয়াধীন।



www.a2sys.co

আরো পড়ুন