শিরোনাম

প্রকাশঃ ২০২৩-০২-২৮ ১৫:১১:৪৬,   আপডেটঃ ২০২৪-০৪-১২ ০১:০১:৫৬


বুড়িচংয়ে রাইস মিলের ছাইয়ের আগুনে দগ্ধ কৃষকের মৃত্যু

বুড়িচংয়ে রাইস মিলের ছাইয়ের আগুনে দগ্ধ কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার বুড়িচংয়ে অটো রাইস মিলের ছাইয়ের আগুনে পুড়িয়ে দগ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক শরিফ উদ্দিন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মারা যান। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। 

মঙ্গলবার সকাল সারে ৬টায় তার মৃত্যু হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা খায়রুল আলম।

গত ২১ ফেব্রুয়ারি বিকেলে কৃষি জমিতে কাজ করতে যাওয়ার সময় বুড়িচংয়ের কংশনগরে চাল তৈরি প্রতিষ্ঠান ব্রাদার্স এগ্রো ইন্ডাস্ট্রি পাশের জমিতে ফেলে রাখা ছাইয়ের স্তুপে পড়ে দগ্ধ হন তিনি।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ছাইয়ের আগুনে পুড়ে অগ্নিদগ্ধ হয়ে কৃষকের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অটো রাইস মিল কর্তৃপক্ষের অসচেতনতার কারণেই ওই দরিদ্র কৃষকের মৃত্যু হয়। কারখানা আইন মেনে চললে এই দুর্ঘটনাটি ঘটতো না।



www.a2sys.co

আরো পড়ুন