শিরোনাম

প্রকাশঃ ২০২৩-০৩-২৭ ১৪:২২:২৩,   আপডেটঃ ২০২৩-০৫-২৯ ০৯:২৭:৪৯


কুমিল্লার রসুলপুরে দুই শিশুকে শ্বাসরোধে হত্যায় সৎ ভাইয়ের মৃত্যুদণ্ড

কুমিল্লার রসুলপুরে দুই শিশুকে শ্বাসরোধে হত্যায় সৎ ভাইয়ের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার সদর দক্ষিণে দুই শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে সৎ ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। 

রাষ্ট্রপক্ষে আইনজীবী এপিপি এডভোকেট নজরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আল শফিউল ইসলাম ছোটন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে। 

মামলার বিবরণে জানাযায়- ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি আসামি মোঃ আল সফিউল ইসলাম ছোটন  বসত ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা দুই ভাই মেহেদী হাসান জয় (৮) এবং মেজবাউল হক মনিকে (৬)  বালিশ চাপায় শ্বাসরোধ হত্যা করে। এরপর দরজা-জালানা বন্ধ করে পালিয়ে যায়। 

পরবর্তীতে নিহত দুই শিশুর মা রেখা বেগমের করা মামলায় ২০১৬ সালের ১ মার্চ আসামিকে পুলিশ গ্ৰেফতার করে এবং আসামি স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। 

এরপর মামলায় রাষ্ট্রপক্ষে মানীত ২০জন সাক্ষীর মধ্যে ১৩জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানী হয়। এছাড়া আসামির স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।



www.a2sys.co

আরো পড়ুন