শিরোনাম

প্রকাশঃ ২০২৩-০৩-২৯ ১৬:২৬:০২,   আপডেটঃ ২০২৩-০৯-২৩ ২৩:৪৫:৩১


ট্যাং উৎপাদনে নেই অনুমোদন, উল্টো ওজনেও কম দেওয়ায় দেড় লাখ জরিমানা

ট্যাং উৎপাদনে নেই অনুমোদন, উল্টো ওজনেও কম দেওয়ায় দেড় লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা ‌বি‌সিক শিল্পনগরীতে অভিযান চালিয়ে এক‌টি ট‌্যাং তৈ‌রি কারখানা‌কে ১ লাখ ৫০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভোক্তা অ‌ধিকার।

অবৈধভাবে পণ্য উৎপাদন ও ওজ‌নে কম দেওয়ার অ‌ভিয‌ো‌গে বুধবার দুপুরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার এ জরিমানা করেন।

ট্যাং তৈরি কারখানা মেসার্স আজাদ ফুড‌কে দীর্ঘদিন যাবত লাইসেন্স বিহীন ও বিএসটিআই এর অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য প্রস্তুত করে আসছে। 

এছাড়া ট্যাং প্রস্তুত ও প্যাকেজিংয়ের সময় ওজনে কম দেয়ায় ১ লাখ ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন কুমিল্লার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম। 



www.a2sys.co

আরো পড়ুন