শিরোনাম

প্রকাশঃ ২০২৩-০৪-০৩ ১৬:০২:৩৬,   আপডেটঃ ২০২৩-০৯-২৫ ১৪:২০:০৮


সেমাইতে মেয়াদোত্তীর্ণ ময়দার ব্যবহার, কারখানাকে লাখ টাকা জরিমানা

সেমাইতে মেয়াদোত্তীর্ণ ময়দার ব্যবহার, কারখানাকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় মেয়াদোত্তীর্ণ ময়দার ব্যবহার, ওজনে কম দেয়া ও মোড়কে অসংলগ্ন তথ্য দেয়ায় একটা সেমাই কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দুপুরে কুমিল্লা সদর উপজেলার ভুটুয়া চৌমুহনীতে ফুলবান ফুড প্রডাক্টসের কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার কর্মকর্তারা। 

কারখানার কারখানায় স্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে গিয়ে কর্মকর্তারা দেখেন সেমাই তৈরীতে মেয়াদোত্তীর্ণ ময়দা ব্যবহার করা হচ্ছে। এছাড়াও প্যাকেটজাত ২০০ গ্রাম সেমাইতে ওজনে কম পাওয়া যায়। সেমাইয়ের রঙ্গিন মোড়কে পাকিস্তানি ফর্মুলা লিখে বাজারজাত করা হচ্ছে যা ভোক্তাদের সাথে এক ধরনের প্রতারণা। পরে মেয়াদোত্তীর্ণ ধ্বংস করেন কর্মকর্তারা। 

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম। 



www.a2sys.co

আরো পড়ুন