শিরোনাম

প্রকাশঃ ২০২৩-০৬-১৭ ২২:২৬:৩২,   আপডেটঃ ২০২৩-০৯-২৯ ০৯:০৬:০৮


স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদেরও প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ হতে হবে - এমপি বাহার

স্মার্ট বাংলাদেশ গড়তে  শিক্ষকদেরও প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ হতে হবে - এমপি বাহার

প্রেস বিজ্ঞপ্তি

শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাই আগামীতে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তিগত জ্ঞানে শিক্ষকদেরও এগিয়ে যেতে হবে।পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।অন্যথায় দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব নয়। তবে এক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাড়ানোও  সময়ের দাবি। 

শনিবার (১৭) জুন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় অডিটোরিয়ামে স্বাধীনতা শিক্ষক পরিষদ  কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের করণীয় শীর্ষক' আলোচনায় সভায় এমন অভিমত ব্যক্ত করেন কুমিল্লা-৬ আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের আওতায় সব ক্ষেত্রেই তথ্য-প্রযুক্তির সমন্বয় থাকবে। তাই এক্ষেত্রে আগে শিক্ষকদের দক্ষ হতে হবে।পরবর্তীতে নিজেদের অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনা পিছিয়ে যেতে পারে।  

সংগঠনের কুমিল্লা মহানগর আহ্বায়ক অধ্যক্ষ আসাদুর রশিদ আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল। তারা বলেন, শেখ হাসিনা ঘোষিত  ডিজিটাল বাংলাদেশের সাফল্যের পর স্মার্ট যুগে পদার্পণ করেছি আমরা। আশা করি ঘোষিত সময়ের আগেই তা বাস্তবায়ন সম্ভব হবে। এক্ষেত্রে নিজেদের সম্পৃক্ত করে  সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রাখতে হবে শিক্ষকদের। 

আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে  শিক্ষকদের করণীয় সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। 

স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. মজিবুর রহমান।

 অনুষ্ঠান উপলক্ষে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকদের মিলনমেলা বসে। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাকশিস কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক ও বি টি এ কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মো. জহিরুল আলম। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন।



www.a2sys.co

আরো পড়ুন