শিরোনাম

প্রকাশঃ ২০২০-১১-১৩ ২৩:০৮:০৬,   আপডেটঃ ২০২৪-০৪-১২ ০০:৪৪:১০


বঙ্গবন্ধুর নামে স্থাপিত ভাস্কর্য অপসারণের দাবি ইসলামী শাসনতন্ত্রের

বঙ্গবন্ধুর নামে স্থাপিত ভাস্কর্য অপসারণের দাবি ইসলামী শাসনতন্ত্রের

অনলাইন ডেস্ক

রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর নামে স্থাপিত ভাস্কর্যকে মূর্তি হিসেবে উল্লেখ করে তা অপসারণের দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন

শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর ধূপখোলা মাঠে এক সমাবেশ থেকে বক্তারা এই দাবি জানান।

বক্তারা বলেন, মূর্তির বদলে আল্লাহ, কোরআন ও হাদিসের বাণী সংম্বলিত মিনার স্থাপন করতে হবে।

বাংলাদেশ সমজিদের দেশ, আউলিয়ার দেশ, মাদ্রাসার দেশ। এদেশে কোন মূর্তি থাকতে দেয়া হবে না বলেও জানান তারা।

এদিকে দলটির মহানগর ও কেন্দ্রীয় কমিটির বক্তারা বলেন, সারাদেশের সড়কের মোড়ে মোড়ে মূর্তি বসানো হয়েছে সেই সব মূর্তি সরানোর জন্য আন্দোলন করা হবে। বঙ্গবন্ধুর জীবনের দর্শনে কোন মূর্তি ছিল না, তাই মূর্তি রাখাকে বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী।




www.a2sys.co

আরো পড়ুন