শিরোনাম

প্রকাশঃ ২০২৩-০৭-১৩ ২০:৪৩:০৭,   আপডেটঃ ২০২৪-১০-০৯ ২২:০৯:৫২


অজিত গুহ মহাবিদ্যালয়ে জেলা প্রশাসক শামীম আলমের বিদায় সংবর্ধনা

অজিত গুহ মহাবিদ্যালয়ে জেলা প্রশাসক শামীম আলমের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও কুমিল্লা জেলার বিদায়ী প্রশাসক মোহাম্মদ শামীম আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩ জুলাই) প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে সংবর্ধিত বিদায়ী জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলী রহমান তিন্নি, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোস্তাক আহমদ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এ সময় সংবর্ধিত অতিথি ও বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন কুমিল্লা জেলাকে শিক্ষা ও সাংস্কৃতির শহর বলা হয়, শিক্ষাক্ষেত্রে কুমিল্লা জেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীর বিশ্ব হবে তথ্য-প্রযুক্তি নির্ভর। তাই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি ও তথ্য প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ হতে হবে। পড়াশোনার পাশাপাশি দেশের কল্যাণে একজন উদ্যোক্তা হিসেবেও নিজেকে তৈরি করার প্রচেষ্টা চালাতে হবে।

প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, নিয়মের কঠিন বাস্তবতায় কুমিল্লা থেকে চলে যেতে হচ্ছে। কিন্তু আমি মনে করি দায়িত্ব পালনকালে এখানে আমার জীবনের সোনালী সময় কেটেছে। কারণ অল্প দিনেই এ জেলার মানুষ আমাকে আপন করে নিয়েছে। তাই আমি যেখানেই থাকি কুমিল্লার কথা মনে থাকবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম বলেন, বিদায়ী জেলা প্রশাসক ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি থাকাকালীন আমাদের অভিভাবকের মতো ভূমিকা পালন করেছেন। কলেজের সার্বিক উন্নয়নে ছিলেন আন্তরিক। তাই আমরাও সব সময় জেলা প্রশাসক মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আবু জাহেদের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী রোভার ও বিএনসিসির সদস্যরা।



www.a2sys.co

আরো পড়ুন