শিরোনাম

প্রকাশঃ ২০২৩-১০-১৪ ২০:২১:৩২,   আপডেটঃ ২০২৩-১২-০৫ ১৯:৪৭:৩২


'বঙ্গবন্ধু পরিষদ' কুমিল্লা জেলার পরিচিত সভা ও প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মবার্ষিকী পালিত

'বঙ্গবন্ধু পরিষদ' কুমিল্লা জেলার পরিচিত সভা ও প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক 

'বঙ্গবন্ধু পরিষদ' কুমিল্লা জেলা কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালিত ও 'বঙ্গবন্ধু পরিষদ' কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ অতিথিদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার (১৪ অক্টোবর) ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে। সকল অনুষ্ঠানিকতার পরে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ কেক কাটেন।

বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা জেলার আহ্বায় ড. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ডাঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির সদস্য সচিব প্রফেসর ড. দুলাল চন্দ্র নন্দী, অনুষ্ঠানের শুরুতেই প্রবন্ধ পাঠ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.জি. এম মনিরুজ্জামান।

আরো বক্তব্য রাখেন ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আসাদুজ্জামান, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়া। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ডাঃ আতাউর রহমান জসিম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শফিউল্লাহ, স্বাধীনতা শিক্ষক পরিষদের কুমিল্লা জেলার সভাপতি, অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি কুমিল্লা জেলার সভাপতি অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাইনুল হাসান, সদর দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ নাসিমা আক্তার পুতুল, উপাধ্যক্ষ মোঃ মোস্তাক আহমদ ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বিউটি আক্তার সহ জেলা কমিটির সকল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বঙ্গবন্ধু হচ্ছেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।যতো দিন বাংলাদেশ থাকবে, ইতিহাসে বঙ্গবন্ধুর নাম ততো দিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। জাতির জনকের নামের সংগঠনের কুমিল্লা জেলা কমিটি অনুমোদন দেয়ায় কমিটির সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত জেলা কমিটির সকল সদস্য বৃন্দ প্রতিজ্ঞাবদ্ধ হন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় বসিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বাঙালি জাতিকে বিশ্বের দরবারে সমৃদ্ধশালী করবে।



www.a2sys.co

আরো পড়ুন