শিরোনাম
- হোম
- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে হামলা : ৫০০ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ২
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে হামলা : ৫০০ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) রাতে মামলাটি দায়ের করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ।
গ্রেফতার দুজন, কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা নূর হোসেন স্বপন ও রাজবাড়ী কম্পাউন্ডের মহসিন আহমেদ শিপন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার কর্তৃক প্রদত্ত হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব সম্পর্কে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায়, মুন্সীগঞ্জের জাতীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে স্থানীয় মেয়র কর্তৃক প্রকাশ্যে সাম্প্রদায়িক গালমন্দ, হুমকি দেওয়ায়, চারণ কবি রাধা রমণকে মারধর, সারাদেশে দূর্গামূর্তি ভাংচুর, সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কুমিল্লা জিলা শাখা রানীর বাজার রামঠাকুর আশ্রমের সম্মুখে বিগত ১৩ অক্টোবর সকাল দশটায় এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশ শেষে সাড়ে ১১টায় মিছিল নিয়ে কান্দিরপাড় অভিমুখে রওয়ানা হই আমরা। এসময় পুলিশ আমাদের মিছিলটি করভবনের সামনে নজরুল এভিনিউ এলাকায় বাধা প্রদান করে। এবং অগ্রসর না হয়ে ফিরে আসতে থাকলে হঠাৎ অজ্ঞাতনামা আসামীরা অস্ত্রসস্ত্র, রড, লাঠি, ইট, পাথর সজ্জিত হইয়া ইট পাথর নিক্ষেপ করতে করতে আমাদের মিছিলটি ধাওয়া করে। তখন মিছিলে অংশগ্রহণকারী মহিলা, পুরুষ সদস্যদের এলোপাথারী বেধড়ক নির্বিচারে মারপিট করিয়া বহু লোককে জখম করে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আক্রমন করার সময় এবং আক্রমণ শেষে যাইবার সময় ছাত্রলীগ ও যুবলীগের ব্যানার ব্যবহার করে হামলাকারীরা স্লোগান দিয়াছে।
এবিষয়ে তাপস বকসী বলেন, আমরা কুমিল্লার কোতয়ালি মডেল থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলার আবেদন পাঠিয়েছি। মামলার আবেদন গ্রহণ করেছে পুলিশ।
কুমিল্লার কোতোয়ালি থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, গতরাতে আমরা মামলা নিয়েছি। এই ঘটনা দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার তৎপরতা চলমান।
উল্লেখ, সম্প্রতি কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পূজা উদযাপন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ‘মদমুক্ত পূজা’ করার আহ্বান জানিয়ে দেওয়া একটি বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ৮ অক্টোবর বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দফতর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত এক বিবৃতিতে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের বক্তব্যকে ‘সাম্প্রদায়িক উক্তি’ আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এই বক্তব্যসহ আরও কয়েকটি দাবিতে গত শুক্রবার (১৩ অক্টোবর) প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ। এ সময় মিছিলের হামলার অভিযোগ ওঠে মহানগর যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হন তিন জন। সেদিন বিকালে তাদের দেখতে যান জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান ও জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। এ সময় তারা সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

মনোনয়নপত্র জমা দিলেন এমপি সীমা, প্রত্যাশা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ম.. বিস্তারিত

বিএনপিকে নির্বাচনে আসতে উৎসাহিত করবো, জ্বালাও পোড়াও মানুষ মেনে নেবে না - এলজিআরডি মন্ত্রী
দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি.. বিস্তারিত

কর্মীদের ওপর হামলা হলে জবাব দেওয়া হবে --এমপি সীমা
বুধবার (২৯ নভেম্বর) বিকালে নগর.. বিস্তারিত

মনোনয়নপত্র সংগ্রহ করলেন অধ্যক্ষ আফজল খানের কন্যা এমপি সীমা
কুমিল্লা -৬ (সদর) আসনে স্বতন্ত.. বিস্তারিত

কুমিল্লা বোর্ডে হার কমেছে পাসের, ফলাফলে এগিয়ে মেয়েরা
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের.. বিস্তারিত