শিরোনাম

প্রকাশঃ ২০২৪-০৫-০৪ ২১:৩৯:৫৬,   আপডেটঃ ২০২৪-১০-০৯ ২২:১৪:৪৫


‘৬৩ বছরের ইতিহাসে দেশে সর্বোচ্চ লবণ উৎপাদন’

‘৬৩ বছরের ইতিহাসে দেশে সর্বোচ্চ লবণ উৎপাদন’

নিজস্ব প্রতিবেদক 

বিসিক চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক বলেন, ৬৩ বছরের ইতিহাসে দেশে চলতি বছরে ইতোমধ্যে সর্বোচ্চ ২৩.৩১ লক্ষ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। আশা করা যাচ্ছে বছর শেষে মোট লবণ উৎপাদন ২৫.২৮ লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। দেশে লবণের আমদানির কোনো প্রয়োজন নেই। লবণ নিয়ে সারাদেশে কোনো সিন্ডিকেটেরও সুযোগ নেই। আসন্ন কোরবানির ঈদে চামড়া সংরক্ষণে ১ লক্ষ মেট্রিক টন চাহিদার বিপরীতে ১৫ গুণ অর্থাৎ ১৫ লক্ষ মেট্রিক টন লবণ সংরক্ষিত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এই সাফল্য অর্জিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সার্বজনীন আয়োডিনযুক্ত লবণ উৎপাদন কার্যক্রম সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান। সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলাপ্রশাসক পঙ্কজ বড়ুয়া।

বক্তব্য রাখেন  বিসিক মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার, বিসিক আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো: মোতাহার হোসেন, লবণ নিয়ে বিসিকের কার্যক্রম তুলে ধরেন বিসিক লবণ সেলের প্রধান সরোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিসিক কুমিল্লা জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: মুনতাসীর মামুন। 



www.a2sys.co

আরো পড়ুন