শিরোনাম
- হোম
- চান্দিনায় স্ত্রী হত্যায় দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
চান্দিনায় স্ত্রী হত্যায় দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চান্দিনায় স্ত্রী মোছাঃ মলেকা বেগমকে গলা চাপিয়া শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। রবিবার দুপুর ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জামাল হোসেন কুমিল্লা চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের সিরু মিয়ার ছেলে। মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জামাল হোসেন পেশায় একজন রিকশাচালক।
মামলা বিবরণে জানাযায়- ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে আসামি জামাল হোসেন এর নিজ ঘরে ভিকটিম মোছাঃ মলেকা বেগমকে গলা চাপিয়া শ্বাসরোধ করিয়া হত্যা করে রশি দিয়ে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। মৃত্যুর সংবাদ পেয়ে ভিকটিমের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মোছাঃ মলেকা বেগম এর মৃত দেহ দেখে চান্দিনা থানায় খবর দিলে থানাপুলিশ মৃত দেহ উদ্ধার করেন।
এ ঘটনায় নিহতের বড়ভাই কুমিল্লা দেবীদ্বার উপজেলার রাধানগর গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে খোরশেদ আলম বাদী হয়ে নিহতের স্বামী একই জেলার চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের সিরু মিয়ার ছেলে মোঃ খোরশেদ আলমসহ ৭জনের নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাত নামা ২/৩জনকে আসামি করে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ নুরুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি মোঃ জামাল হোসেন (৩০) কে ঘটনার ০৩দিন পর ধৃত করে বিজ্ঞ আদালতে সোপর্দ করিলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এরপর তদন্তকারী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম মামলার ঘটনা মূল রহস্য উদঘাটনক্রমে আসামি জামাল হোসেন এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় শুধু তাঁর বিরুদ্ধে ২০১৪ সালের ১৪ নভেম্বর বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তৎপর মামলাটি বিচারে আসিলে ২০১৫ সালের ৫ আগস্ট আসামি মোঃ জামাল হোসেন এর বিরুদ্ধে চার্জগঠনক্রমে রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি মোঃ জামাল হোসেন এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাবস্ত ক্রমে মৃত্যু দণ্ডাদেশ প্রদান করেন আদালত।
রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জামাল হোসেন আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্র পক্ষে নিযুক্তীয় বিজ্ঞ কৌশলী এপিপি এডভোকেট মোঃ নুরুল ইসলাম বলেন, আমরা আশাবাদী উচ্চ আদালত উক্ত রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।
ভিক্টোরিয়ার ছাত্র-ছাত্রীর প্রতিবাদী মার্চ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলে.. বিস্তারিত
'ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতিতে নেই সরকার'- উপদেষ্টা আসিফ মাহমুদ
অন্তবর্তীকালীন এই সরকার ভারতের.. বিস্তারিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাজারের ৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চল.. বিস্তারিত
অধ্যক্ষ আফজল খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী
কুমিল্লার বর্ষিয়ান রাজনীতিবিদ.. বিস্তারিত
রাসূল সা. এর আদর্শ অনুসরণের মাধ্যমেই দুর্নীতি মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব - শিবির সেক্রেটারী
বাংলাদেশ ছাত্রশিবির কুমিল্লা ম.. বিস্তারিত