শিরোনাম

প্রকাশঃ ২০২৪-০৭-০৭ ১৯:০০:৫৩,   আপডেটঃ ২০২৫-০১-১৭ ২২:০৪:১২


কুমিল্লায় দুদকের মামলায় অফিস সহায়কের তিন স্ত্রীর কারাদণ্ড

কুমিল্লায় দুদকের মামলায় অফিস সহায়কের তিন স্ত্রীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে দুদকের মামলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর অফিস সহায়ক জহিরুল ইসলামের তিন স্ত্রীর কারাদণ্ড প্রদান করেছে আদালত।

৭ জুলাই রবিবার কুমিল্লার বিশেষ জজ আদালতের বিচারক বেগম শামসুন্নাহার তিন স্ত্রীর বিরুদ্ধে তিন মামলার রায় প্রদান করেন। ৩ মামলায় পৃথক মেয়াদে সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। অফিস সহায়ক জহিরুল ইসলামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর গ্রামে।

সাজার বিষয় নিশ্চিত করেন, দুদক কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক।

তিনি জানান, স্থাবর, অস্থাবর অবৈধ সম্পত্তি অর্জনের দায়ে অফিস সহায়ক জহিরুল ইসলামের প্রথম স্ত্রী সেলিনা আক্তারকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১২ লাখ ১২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড, দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার কে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩৪ লাখ ৩ হাজার টাকা অর্থদণ্ড এবং তৃতীয় স্ত্রী আছমা আক্তারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫১ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।



www.a2sys.co

আরো পড়ুন