শিরোনাম

প্রকাশঃ ২০২৪-১২-১১ ২১:০৪:২২,   আপডেটঃ ২০২৫-০১-১৮ ১৫:০৯:২৬


ভিক্টোরিয়ার ছাত্র-ছাত্রীর প্রতিবাদী মার্চ

ভিক্টোরিয়ার ছাত্র-ছাত্রীর প্রতিবাদী মার্চ

আবদুল্লাহ আল মারুফ 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষকের উপর হামলার ঘটনায় প্রতিবাদী মার্চ কর্মসূচি করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১১ ডিসেম্বর) কলেজের শিক্ষাথীদের আয়োজনে ডিগ্রি শাখায় এ কর্মসূচি হয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘বাবার পরেই আমাদের শিক্ষকদের স্থান। বাবার মতো এ শিক্ষকদের উপর যে বা যাহারা হামলা করেছে আমরা তাদের বিচার চাই। আমরা জুলাইয়ে যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছিলাম ঠিক এমনইভাবে আমাদের শিক্ষকদের কিছু হলে আমরা আবারো রক্ত দিয়ে হলেও অন্যায়ের প্রতিবাদ করে যাবো। আর আমাদের ক্যাম্পাসে বহিরাগতদের অন্যায়ভাবে প্রবেশ আমরা হতে দেব না। আর এ স্বাধীন বাংলাদেশে মাদকের কোনো ঠাই হবে না। কোনো মাদকসেবী আমাদের কলেজের দিকে তাকালে আমরা তার চোখ উপড়ে ফেলবো। এ কলেজকে নিরাপদ রাখার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। প্রসাসনের কাছে আমাদের দাবি হলো যারা আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে খুব দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে শুনা যায়। তার মধ্যে ছিল, দিয়েছিতো রক্ত, আরও দেবো রক্ত। ভিক্টোরিয়ায় হামলা কেন প্রশাসন জবাব চাই। শিক্ষকদের ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই। ভিক্টোরিয়ার আঙ্গিনায় মাদকসেবীর ঠাঁই নাই। একশন একশন ভিক্টোরিয়ার একশন। আমার স্বাধীন বাংলায়, মাদকসেবীর ঠাঁই নাই। আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঞা বলেন, শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছি। তারা শান্ত হয়েছে। তবে আমরা বহিরাগতদের প্রবেশ ঠেঁকাতে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তায় যা যা করা দরকার সব করা হবে। আমরা প্রশাসনকে বিষয় গুলো জানিয়েছি।

জানা গেছে, গত রোববার রাত ৯টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় ব্যাডমিন্টন খেলছিলেন শিক্ষকরা। খেলা চলাকালে মাঠে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় মাদকসেবীরা। এসময় ধোঁয়ায় ছেঁয়ে যায় চারপাশ। দিশেহারা হয়ে দিগবিদিগ ছুটাছটি শুরু করেন শিক্ষকরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনার পর থেকে কলেজের উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।



www.a2sys.co

আরো পড়ুন