শিরোনাম

প্রকাশঃ ২০২৫-০৩-০১ ১৬:৪৪:০৩,   আপডেটঃ ২০২৫-০৪-২৫ ০৯:০৫:৩৭


প্রেমের টানে ইউক্রেনীয় নারী কুমিল্লায় এসেই বিয়ের পিঁড়িতে

প্রেমের টানে ইউক্রেনীয় নারী কুমিল্লায় এসেই বিয়ের পিঁড়িতে

নিজস্ব প্রতিবেদক 

প্রায় ৬ বছর আগে ফেসবুকে পরিচয়। সেই পরিচয় থেকে প্রেম এবং অতঃপর  বিয়ে। প্রেমের  টানে ইউক্রেন থেকে বাংলাদেশে এসেছে বিয়ে করেছে সালো নাদিয়া নামের ৫০ বছরের এক নারী।  তার বর কুমিল্লা নগরীর  মোতাসিন বিল্লাহ।  বয়স ৬৩। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত  ভাইরাল এ বিয়ে।  

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন নাদিয়া। পরে নোটারি পাবলিকের মাধ্যমে ২৫ ফেব্রুয়ারি  বিয়ে করেন দুজন। এর পর থেকে নব বধুকে দেখতে লোকজন ছুটে যাচ্ছেন বাড়িতে। 

প্রেমিক মোতাসিন বিল্লাহ কুমিল্লা নগরীর চর্থা বড় পুকুর পাড় এলাকার মৃত আব্দুল হালিম চৌধুরীর ছোট ছেলে। তিনি একজন ব্যবসায়ী। ৩ ভাই ও ১ বোনের মধ্যে তিনি সবার ছোট। নাদিয়াকে নিয়ে নিজের ফ্ল্যাটে বসবাস করছেন।

শনিবার (১ মার্চ) দুপুরে এসব তথ্য জানিয়েছেন প্রেমিক মোতাসিন বিল্লাহ। মোতাসিন বিল্লাহ   বলেন, ২০১৯ সালে ফেসবুকে পরিচয় হয় সাইকোলজিস্ট সালো নাদিয়ার সাথে। পরে দুজনের মধ্যে টুকটাক চ্যাটিং হতে থাকে। বছর দুয়ের মাথায় কথা বলতে বলতে একপর্যায়ে নাদিয়াকে প্রেম নিবেদন করেন মোতাসিন বিল্লাহ। তাতে সায় দেন নাদিয়াও। দুজনের মধ্যে ভালো বুঝাপড়া হওয়ায় সিদ্ধান্ত নেন যুগলবন্দী হওয়ার। সেই সূত্রে গত ১৯ ফেব্রুয়ারি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ৫০ বছর বয়সী নাদিয়া। 

মোতাসিন বিল্লাহ আরও বলেন, নাদিয়া ইউক্রেনের নাগরিক হলেও ১৫ বছর ধরে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বসবাস করেন। একটি সেখানে সাইকোলজিষ্ট হিসেবে মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছেন নাদিয়া। নাদিয়া ইউক্রেনীয় এবং স্প্যানিশ ভাষায় কথা বললেও ইংরেজি ভাষাও জানে। তার সাথে আমার ইংরেজি ভাষায় কথা হয়। ধীরেধীরে বাংলাও শিখতে চেষ্টা করছে সে। 

তিনি বলেন, নাদিয়া খুবই ভালো একজন মানুষ। সে বাংলাদেশকে খুব পছন্দ করে। তবে বাংলাদেশের জলবায়ু এবং জনসংখ্যা নিয়ে তার কিছুটা আপত্তি আছে। বাংলাদেশী পোষাক তার প্রিয়। কুমিল্লার রসমলাই খেতে পছন্দ করে নাদিয়া। বাংলাদেশের অতিরিক্ত ঝাল দিয়ে রান্না তার ভালো লাগে না। কয়েকদিন বাংলাদেশে থাকবে সে। আবার ব্যাক করে চেক প্রজাতন্ত্রে ফিরে যাবে। সেখানে যাওয়ার পর আমার ভিসার জন্য চেষ্টা করবে। আমি যাওয়া আসার মধ্যে থাকবো। সে-ও বাংলাদেশে যাওয়া-আসার মধ্যে থাকবে। 

দাম্পত্য জীবন সুখের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মোতাসিন বিল্লাহ। 



www.a2sys.co

আরো পড়ুন