শিরোনাম
- হোম
- কুমিল্লায় জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার সম্মানে সেনানিবাসে ইফতার
কুমিল্লায় জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার সম্মানে সেনানিবাসে ইফতার

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সেনানিবাসে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ ) বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়ার উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত ৪শ ছাত্র-জনতার সম্মানে কুমিল্লা সেনানিবাসস্থ মাল্টিপারপাস শেডে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক উপস্থিত থেকেআহতদের সাথে কুশল বিনিময়, বিশেষ দোয়া এবং ইফতারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানসহ সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থান বাংলাদেশের গনতান্ত্রিক মুক্তির একটি গৌরবময় অধ্যায়। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল সদস্যের অবদান শ্রদ্ধাভরে স্বীকার করে। জুলাই অভ্যুত্থানে পরবর্তী সময়ে সমগ্র বাংলাদেশে সর্বমোট ৪ হাজার ২২১ জন আহত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সম্মিলিত
সামরিক হাসপাতালে চিকিৎসা সহায়তা গ্রহণ করেছেন। কুমিল্লা সেনানিবাসেও সর্বমোট ৬৩ জন এই চিকিৎসা সহায়তা পেয়েছেন যাদের মধ্যে ২ জন এই মুহূর্তে কুমিল্লা সম্মিলিতসামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই সেবা দিতে পেরে বাংলাদেশসেনাবাহিনীর সকল সদস্য গর্ববোধ করেন ।

কুমিল্লায় সেনা ও ট্রাফিকের যৌথ অভিযানে যানবাহন আটক ও অর্থদণ্ড
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরো.. বিস্তারিত

কুমিল্লায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় ঈদের পোশাক পেলো পথশিশুরা
টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্.. বিস্তারিত

কুমিল্লায় জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এনসিপির গণইফতার
কুমিল্লায় ৭১ এর স্বাধীনতা যুদ.. বিস্তারিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে সেনাবাহিনী
ঈদ যাত্রাকে সামনে রেখে ঘরমুখো.. বিস্তারিত

কুমিল্লায় জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার সম্মানে সেনানিবাসে ইফতার
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক.. বিস্তারিত