শিরোনাম

প্রকাশঃ ২০২০-১২-১০ ২৩:২৮:৫৬,   আপডেটঃ ২০২৩-০৯-২৯ ০৭:৫১:১৭


ব্রাহ্মণপাড়ায় উপজেলা উপনির্বাচনে নৌকাকে হারিয়ে চেয়ারম্যান জাহের

ব্রাহ্মণপাড়ায় উপজেলা উপনির্বাচনে নৌকাকে হারিয়ে চেয়ারম্যান জাহের

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র (আনারস প্রতীক) প্রার্থী আলহাজ্ব আবু জাহের বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত (নৌকা প্রতীকে) প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীকে প্রায় চার হাজার ভোটে প্ররাজিত করে আবু জাহের ব্রাহ্মণপাড়া উপজেলার চেয়ারম্যান হিসেবে সরকারি ভাবে নির্বাচিত হোন।  

উপজেলার ৬৯টি কেন্দ্রে ভোটারদের প্রদানকৃত ভোট গণনা শেষে ৩ হাজার ৯৫১ ভোট বেশি পেয়ে তিনি জয় লাভ করেন। ফলাফলেল বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ভোট গণনা শেষে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৬৩৯ ভোট। অপরদিকে স্বতন্ত্র (আনারস প্রতীক) প্রার্থী আবু জাহের পেয়েছেন ৪০ হাজার ৫৯০ ভোট।

সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবু তাহেরের মৃত্যুর পর বৃস্পতিবার (১০ ডিসেম্বর) এই উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গত বছরের ৩১ মার্চ ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে এই উপ-নির্বাচনে প্ররাজিত আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীকে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হোন নবনির্বাচিত চেয়ারম্যান আবু জাহেরের বড় ভাই আবু তাহের।



www.a2sys.co

আরো পড়ুন