শিরোনাম

প্রকাশঃ ২০২০-১২-১২ ২২:০৬:৩১,   আপডেটঃ ২০২৩-০৯-২৯ ০৭:৫১:১৯


ব্রাহ্মণপাড়ায় নির্বাচনে সাংবাদিকের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা

ব্রাহ্মণপাড়ায় নির্বাচনে সাংবাদিকের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা উপ-নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগ (নৌকা প্রতীক) প্রার্থীর সমর্থকদের হামলায় কর্মরত তিন সাংবাদিক আহত, বহনকারী গাড়ি ভাঙচুর ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে। হামলায় গুরত্বর আহত জাগরনী টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক দাবি হয়ে হামলায় জড়িত ২৮ জনের নাম উল্লেখ এবং ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করে শনিবার ব্রাহ্মণপাড়া থানায় মামলাটি দায়ের করেন। 

আসামী হলেন, কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরের মৃত মাজেদুলের ছেলে সাজ্জাদ হোসেন (২৭), মৃত আবদুল  আজীজের ছেলে গোলাম কিবরিয়া বিল্লাল (৩৩), বাবুল মিয়ার ছেলে গাজী রনি (৩৫), মনিরুল ইসলাম সরকারের ছেলে বায়েজীদ সরকার (২৪), আবু তাহের মোল্লার ছেলে আবু কাউছার (৪০), মফিজুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৪০), কাহতান ভুঁইয়ার ছেলে সাইদুর রহমান সোহাগ (৪২), মৃত আবদুল লতিফের ছেলে বাদশা মিয়া (৩৫), মৃত হারুনুর রশিদের ছেলে শাহিন (৩২) এবং একই এলাকার মৃত শাহজাহান ভুঁয়ার ছেলে এনামুল হক (৩৫) এছাড়াও বাকী আসামীরাও দুলালপুরের বাসিন্দা।   

মামলা সূত্রে জানা যায়, গত (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগ (নৌকা প্রতীক) প্রার্থীর সমর্থকদের অন্তত ৫০ জন হামলা সংবাদ কর্মীদের উপর হামলা চালায়। এসময় মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম, একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন জহিরুল হক বাবু, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক গুরুতর আহত হন। বর্তমানে সাংবাদিক আশিক কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীর রয়েছেন।

মামলায় আরও জানা যায়, বেআইনি জনতাবদ্ধে পথরোধ করে হত্যার উদ্যেশ্যে আঘাত, সাধারণ ও গুরুতর জখম, ক্যামেরা ছিনতাই, গাড়ি ভাংচুর করে। জিনিসপত্র ও গাড়ী ভাংচুরের ক্ষতির পরিমাণ সর্বমোট ১২ লক্ষ ২০ হাজার ৬০০ টাকা।

ব্রহ্মণপাড়া থানার মামলার তদন্ত কর্মকর্তা মোঃ ফয়সল উদ্দিন জানান, ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে, ঘটনা তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।




www.a2sys.co

আরো পড়ুন