শিরোনাম

প্রকাশঃ ২০২১-০১-২৬ ২২:১৯:৪৩,   আপডেটঃ ২০২৩-০৫-২৮ ২২:৫৭:৩৭


৭২ ঘন্টার মধ্যেই আসামি গ্রেফতার : ইটের আঘাতে হত্যা করা হয় শিশু রিফানকে

৭২ ঘন্টার মধ্যেই আসামি গ্রেফতার : ইটের আঘাতে হত্যা করা হয় শিশু রিফানকে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মেঘনায় ৫ বছরের শিশু রিফানুল ইসলাম রিফানের অর্ধগলিত লাশ উদ্ধারের ৭২ ঘন্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন ও মূল আসামি গ্রেফতার করা হয়েছে। নিরবচ্ছিন্ন তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জ জেলা গজারিয়া উপজেলার রসুলপুর এলাকা থেকে হত্যাকাণ্ডের মূল ঘাতক শাকিলকে (২২) গ্রেফতার করা হয়। ১৬৪ ধারায় আদালতকে দেয়া জবানবন্দিতে ঘাতক শাকিল জানায় ইট দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রিফানকে।

এর আগে ১০ দিন নিখোঁজ থাকার পর গত শনিবার (২৩ জানুয়ারি) শিশু রিফানের অর্ধগলিত লাশ মেঘনা উপজেলার ওমরকান্দা ব্রিজ এলাকায় পুরাতন মেঘনা নদী থেকে উদ্ধার হয়। এর আগে শিশু রিফানের মা বাদী হয়ে মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিম জানায়, কুমিল্লা পুলিশ সুপার নির্দেশনায় আলোচিত শিশু রিফান হত্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নামে মেঘনা থানা পুলিশ। অবশেষে রিফানের লাশ উদ্ধারের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে পুলিশের কর্মতৎপরতায় উদঘাটিত হয়চাঞ্চল্যকর শিশু রিফান হত্যামামলার। নিরবচ্ছিন্ন তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর এলাকা থেকে আটক করা হয় হত্যাকাণ্ডের মূল ঘাতক শাকিলকে।  

মেঘনা থানার ওসি আবদুল মজিদ জানান, হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিমের নেতৃত্বে অভিযান পরিচালিত করে আসামি শাকিল গ্রেফতার হয়। ইট দিয়ে আঘাত করে নির্মম ভাবে হত্যা করার ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ঘাতক শাকিল।



www.a2sys.co

আরো পড়ুন