শিরোনাম

প্রকাশঃ ২০২১-০২-০৮ ২২:০৭:০১,   আপডেটঃ ২০২৪-০৩-১৯ ০০:০৭:৪১


কুমিল্লায় দ্বিতীয় দিন টিকা নিলেন ১৭৩১ জন

কুমিল্লায় দ্বিতীয় দিন টিকা নিলেন ১৭৩১ জন

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নেয়া ব্যক্তিদের পরিমাণ বেড়েছে। প্রথম দিনে টিকা নেয়া ব্যক্তি তুলনায় দ্বিতীয় দিন প্রায় ৭০০ এর অধিক মানুষ বেশি টিকা নিয়েছেন। সোমবার সন্ধ্যায় কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, টিকা কার্যক্রম শুরু হওয়ার দ্বিতীয় দিন কুমিল্লার ২৪টি টিকা কেন্দ্রে ১৭৩১ জন ব্যক্তি নিয়েছেন। এরমধ্যে পুরুষ ১২৩৫ জন এবং নারী ৪৯৬ জন টিকা নেন।  

তিনি আরও জানান, গত দুই দিনে কুমিল্লা সর্বমোট ২৮২২ জন টিকা নিয়েছিলেন। এদের মধ্যে পুরুষ ২০১৯ জন এবং নারী ৮০৩ জন। 

এর আগের রবিবার সকালে কুমিল্লা জেলা সদর হাসপাতালে টিকা প্রদানের কার্যক্রম শুরু পর প্রথম দিন ১ হাজার ৯১ জন ব্যক্তি টিকা নিয়েছিলন। কুমিল্লা সদর হাসপাতালসহ ১৭ উপজেলার। এরমধ্যে পুরুষ ৭৮৪ জন এবং নারী ৩০৭জন করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নেন। 

রবিবার কুমিল্লা জেলা প্রশাসক সস্ত্রীক টিকা গ্রহণের মধ্যদিয়ে কুমিল্লায় ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন। এর পরের টিকাটি নেন কুমিল্লার জেলা পুলিশ সুপার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফ্রন্টলাইনারদের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্নকারীদের মধ্যে রবিবার সকালে কুমিল্লা সদর হাসপাতালে জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরকে টিকা দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।  

জেলা সিভিল সার্জন ডাক্তার নিয়াতুজ্জামান জানান, কুমিল্লার সদর হাসপাতালসহ জেলার ২৪টি কেন্দ্রে একযোগে টিকা প্রয়োগ শুরু করেছেন রবিবার। প্রতি কেন্দ্র ১৫০টি টিকা প্রয়োগ করেন রবিবার। এরমধ্যে কুমিল্লা সদর হাসপাতাল কেন্দ্রে ২০০টি টিকা প্রয়োগ করেন। 

তিনি বলেন, কুমিল্লার জন্য প্রাপ্ত ২ লাখ ৮৮ হাজার ডোজ টিকা, ১ লাখ ৪৪ হাজার লোককে দুই ডোজের মাধ্যমে দেয়া হবে।

তিনি আরও বলেন, আশাকরি আগামী দিনগুলোতে মানুষের মধ্যে টিকা নেয়ার প্রবণতা বাড়বে। রেজিস্ট্রেশন করে যে আগে আসবেন তিনিই আগে টিকা নিতে পারবেন। আমরা নানাভাবে মানুষকে টিকা উদ্বুদ্ধ করছি। 



www.a2sys.co

আরো পড়ুন