শিরোনাম

প্রকাশঃ ২০২১-০৩-১২ ২২:২৭:২৯,   আপডেটঃ ২০২৪-০৪-১২ ০১:০৪:৪৭


কুমিল্লায় আইনজীবী সমিতির নির্বাচনে ‘বিএনপি-জামায়াত পন্থী’ নীল প্যানেলের নিরঙ্কুশ জয়!

কুমিল্লায় আইনজীবী সমিতির নির্বাচনে ‘বিএনপি-জামায়াত পন্থী’ নীল প্যানেলের নিরঙ্কুশ জয়!

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ (বিএনপি ও জামায়াত পন্থী) নীল প্যানেলের নিরঙ্কুশ জয়। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২১-২০২২ সালের নির্বাচনে ১৭ টি পদের বিপরীতে (বিএনপি ও জামায়াত পন্থী) নীল প্যানেল, (আওয়ামী লীগ পন্থী) সাদা প্যানেল এবং আওয়ামী লীগের পন্থী সাদা প্যানেলের বিদ্রোহীসহ মোট ৫২ জন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বৃহস্পতিবার সারাদিন ভোট গ্রহণের পর শুক্রবার (১২ মার্চ) সকালে ভোট গণনা শেষে কাক্সক্ষীত ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচন কমিশন।

ফলাফলে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (বিএনপি ও জামায়াত পন্থী) নীল প্যানেলের প্রার্থী এড. মোঃ শরীফুল ইসলাম সভাপতি ও এড. মোঃ সহিদ উল্লাহ সাধারণ সম্পাদকসহ ১২জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। ১৭ টি পদের মধ্যে বাকী ৫ পদে আওয়ামী লীগ পন্থী সাদা প্যানেল এবং তার বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেন।

শুক্রবার সকালে এ ফলাফল ঘোষণা করেন, আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট সামছুর রহমান ফারুক।

সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২১-২০২২ সালের নির্বাচনে ১৭ টি পদের বিপরীতে ৫২ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই নির্বাচনে সমিতির এক হাজার ৮৩ জন ভোটারের মধ্যে এক হাজার ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী এড. মোঃ শরীফুল ইসলাম ৫৪০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। এ পদে আরও দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, অ্যাডভোকেট আহসান উল্লাহ খন্দকার ৩৩২ ভোট ও এড. গোলাম ফারুক ১৪০ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদেক পদে এড. মোঃ সহিদ উল্লাহ ৪৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। বিজয়ী প্রার্থী ছাড়াও এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া ৩৪৫ ভোট, এড. নুরুল আবছার মিজান ১৯৭ ভোট ও এড.ইসলাম ১৮ ভোট পেয়েছেন।

এছাড়া নির্বাচনে আবদুল বারী কাইয়ুম ৪৬৮ ভোট পেয়ে সহ-সভাপতি পদে, সিদ্দিকুর রহমান ৪৪৭ ভোট পেয়ে সহ-সভাপতি পদে, আল মাহমুদ সাগর ৫৫৫ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক পদে, মোঃ ইফতেখার হোসেন ৪৮৬ ভোট পেয়ে কোষাধ্য, মোঃ রফিকুল ইসলাম মজুমদার ৫৩৫ ভোট পেয়ে সেক্রেটারি লাইব্রেরি, নবেন্দু বিকাশ দোলন ৪৭১ ভোট পেয়ে সেক্রেটারি এনরোলমেন্ট, তাহমিনা মুজাহিদ ৪৫০ ভোট পেয়ে সহ সেক্রেটারি এনরোলমেন্ট, বিল্লাল হোসেন ভূঁইয়া ৫৮০ ভোট পেয়ে সেক্রেটারি রিক্রিয়েশন, কৌশিক সরকার ৪৯১ ভোট পেয়ে সদস্য, মোঃ কামাল হোসেন (মির্জা কামাল)৪৪৬ ভোট পেয়ে সদস্য, মোঃ একেএম হাছানুল হক ৪৩৪ ভোট পেয়ে সদস্য, এএসএম সাইফুল ইসলাম ৪৫৬ ভোট পেয়ে সদস্য, ফারহানা সেলিম ৫৬৩ ভোট পেয়ে সদস্য, সাহিদা বেগম ৪৭৫ ভোট পেয়ে সদস্য, তাহমিনা বেগম ৪২১ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।



www.a2sys.co

আরো পড়ুন