শিরোনাম

প্রকাশঃ ২০২১-০৩-২৭ ২২:১৩:০৯,   আপডেটঃ ২০২৩-০৯-২৯ ০৭:৫৩:২৮


ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিজিবির সঙ্গে হেফাজতের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ৫

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিজিবির সঙ্গে হেফাজতের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৫ জন হেফাজতকর্মী নিহত হয়েছেন। শনিবার (২৭ মার্চ) বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহর এবং সদর উপজেলার নন্দনপুর এলাকায় পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। সংঘর্ষ এখনও চলছে।  

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ডা. রানাউল ইসলাম ৫ ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। এছাড়াও আরও ৩০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

নিহতরা সবাই হেফাজতের কর্মী বলে দাবি করেছেন তাদের স্বজনরা।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গতকালের সহিংসতা, মোদিবিরোধী অবস্থান, হাটহাজারী ও বায়তুল মোকাররমের সামনে হামলার প্রতিবাদে হেফাজত বিকালে কর্মসূচি দেয়। এদিকে হেফাজতের কর্মসূচির বিরুদ্ধে বিকালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের হলে উভয় পক্ষ মুখোমুখি হয়। এসময় উভয়পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর পুলিশ ও বিজিবি ঘটনা নিয়ন্ত্রণে এগিয়ে এলে তাদের সঙ্গে হেফাজতের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হেফাজতের এক কর্মীর দাবি, এসময় আইন শৃঙ্খলা বাহিনীর ছোড়া বুলেটে হেফাজত কর্মীরা গুলিবিদ্ধ হন। হাসপাতালে আনার পর তাদের মধ্যে কয়েকজন মারা যান।

এদিকে, সদর উপজেলার নন্দরপুরেও গ্রামবাসী ও হেফাজতের বিক্ষুব্ধ নেতাকর্মীরা কর্মসূচির নামে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে সেখানেও আত্মরক্ষায় গুলি ছোড়ে পুলিশ। সেখানেও কয়েকজন আহত হন।

ফলে হাসপাতালে নিহতদের মধ্যে কে কোথায় মারা গেছে তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয়ও জানা সম্ভব হয়নি।

ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি একত্রে কাজ করছে।



www.a2sys.co

আরো পড়ুন