শিরোনাম

প্রকাশঃ ২০২১-০৫-০১ ২১:০৬:৩৫,   আপডেটঃ ২০২৪-১০-০৯ ২১:৫২:৫৫


ইফতার করলেন নুসরাত!

ইফতার করলেন নুসরাত!

বিনোদন ডেস্ক

টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। লম্বা সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। ভিন্ন ধর্মের রীতি পালন থেকে শুরু করে বিচ্ছেদের গুঞ্জন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ। সবকিছুতেই এগিয়ে নুসরাত জাহান।

গত বছর রথ টেনে সমালোচনার মুখে পড়েছিলেন নুসরাত। এবার বিতর্ক এড়াতে ইফতারের ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম পোস্টে। গত বুধবার (২৮ এপ্রিল) শেয়ার করা দুটি ছবি, ইফতার করতে দেখা গেছে নুসরাতকে। ‘নো মেকআপ’ লুকে ছিলেন তিনি।

সবধর্মে বিশ্বাসী নুসরাত। প্রতিবছর নিয়ম মেনে রোজা পালন করেন বলেও জানা গেছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সুরে সুর মিলিয়ে তিনি বারবার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।

বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করেছেন নুসরাত। ভোটে ব্যস্ততার মাঝেও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ছিলেন তিনি। গত সোমবার রাতে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে প্রকৃত প্রেমের ‘উপকরণ’ জানিয়েছেন এ অভিনেত্রী। তার এ উপকরণ দেখে অবাক হয়েছেন অনেকেই।

নুসরাত বলছেন, ১ কাপ প্রেমে ১ চিমটে রসবোধ মিশিয়ে নিন। তাতে ২ চামচ নির্ভেজাল আনন্দ, ১ পাউন্ড সামঞ্জস্য, ৩ টেবিল চামচ বিশ্বাস, ১ কাপ সম্মান, আধ পাউন্ড সহনশীলতা, ১ চিমটে কোমলতা আর ১ কাপের ৩ ভাগ ধৈর্য মেশাতে হবে। এই উপকরণ সঠিকভাবে মিশলেই তৈরি হবে ‘প্রকৃত প্রেম’।



www.a2sys.co

আরো পড়ুন