শিরোনাম

প্রকাশঃ ২০২১-০৫-১১ ২২:৩০:১১,   আপডেটঃ ২০২৪-০৩-২৮ ১২:১৫:২০


সন্তানকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, প্রাণ গেল মা-ছেলের

সন্তানকে বাঁচাতে পুকুরে ঝাঁপ,  প্রাণ গেল মা-ছেলের

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার হোমনায় পুকুরের পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার নিলখী ইউনিয়নের ইটাভরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, ১৯ বছর বয়সী শাহিদা আক্তার ও তার দেড় বছরের ছেলে সৌরভ। তারা ইটাভরা গ্রামের মাটিকাটা শ্রমিক সুমন মিয়ার স্ত্রী ও সন্তান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহিদা আক্তার মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে পুকুরে কাপড় কাচতে যান। এই সময় তার শিশুপুত্র সৌরভ তার পিছু পিছু পুকুর পারে যায়। এক পর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে যায়। সাঁতার না জানা মা শাহিদা আক্তার তাকে বাঁচানোর জন্য ঝাঁপ দিলে মা-ছেলে দুজনই পুকুরের পানিতে তলিয়ে যায়।

পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল সালাম সিকদার জানান, মা ও ছেলে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

হোমনা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আখন্দ জানান, স্থানীয়রা মা ও ছেলেকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।



www.a2sys.co

আরো পড়ুন