শিরোনাম

প্রকাশঃ ২০২১-০৫-৩০ ১৩:২৯:৪০,   আপডেটঃ ২০২৪-০৪-১৬ ২২:৩৬:৫২


ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তাণ্ডব : ৫৫ মামলায় ৫১৭জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তাণ্ডব : ৫৫ মামলায় ৫১৭জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের মামলায় নতুন করে আরও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। তাণ্ডবের ঘন্টায় দায়ের করা ৫৫টি মামলায় এই পর্যন্ত ৫১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩০ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতাররা হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক বলে জানিয়েছে জেলা পুলিশ। 

পুলিশ জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চলে। হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা তিন দিনে ওই তাণ্ডব চালিয়েছিল। তারা সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তাণ্ডবের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হন। এ সব ঘটনায় মোট ৫৫টি মামলা দায়ের করা হয়।

পুলিশ আরও জানায়, বিভিন্ন মাধ্যমে পাওয়া তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তাণ্ডবে জড়িতদের গ্রেফতারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।



www.a2sys.co

আরো পড়ুন