শিরোনাম

প্রকাশঃ ২০২১-০৭-২৭ ১৭:৩০:৪১,   আপডেটঃ ২০২৩-০৯-২৯ ০৭:৩১:০৬


লালমাই গরু বিক্রির ১২ লাখ টাকার লোভে ২ যুবককে হত্যা করলো দুর্বৃত্তরা

লালমাই গরু বিক্রির ১২ লাখ টাকার লোভে ২ যুবককে হত্যা করলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামের একই ঘরে থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ ঈদুল আজহা উপলক্ষে বিক্রি করা গরুর টাকা ‍লুট করতে ওই দুই যুবককে হত্যা করা হয়। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।

হত্যাকাণ্ডের শিকার দুই জন হলেন ইছাপুরা গ্ৰামের হাসানুজ্জামানের ছেলে স্থানীয় ব্যবসায়ী হায়াতুন্নবী শরিফ (২৮) এবং অপরজন আবুল হাশেমের ছেলে ও দোকান কর্মচারী ফয়েজ আহমেদ (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দু’জন একই গ্রামের বাসিন্দা। শরিফ গ্রামে মুদি ব্যবসা করেন। অপরজন ফয়েজ আহমেদ শরিফের দোকানের কর্মচারী। শরিফের বাবা-মা সোমবার রাতে শরিফের বোনের বাড়িতে বেড়াতে গেলে রাতে তারা দোকান বন্ধ করে বাড়িতে ঘুমাতে যান। সকালে তাদেরকে ঘুম থেকে ওঠার জন্য ডাকা হলেও কোনও সাড়া মেলেনি। এ অবস্থায় দরজা ভেঙে তাদের লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। 

শরিফের বাবা হাসানুজ্জামান বলেন, আমার ছেলে শরিফের কাছে গরু বিক্রির ১০-১২ লাখ নগদ টাকা ছিল। গতকাল বিকালে খেলার মাঠে আরও কিছু টাকা একজন ক্রেতা দিয়ে যান। সেই টাকা নেওয়ার সময় লোকজন তা তেখতে পায়। সেই নগদ টাকার লোভে দুর্বৃত্তরা সোমবার রাতের কোনও এক সময় ফয়েজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং শরিফকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, শরিফ ও ফয়েজ নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। সিআইডি ও সিবিআই টিম কাজ করছে। প্রাথমিকভাবে কোন ওকিছু বলা যাচ্ছে না। ঘটনা তদন্ত ও লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি। 



www.a2sys.co

আরো পড়ুন