শিরোনাম

প্রকাশঃ ২০২১-০৮-১৭ ১২:৫৮:১১,   আপডেটঃ ২০২৪-০৩-২০ ০৮:০০:০২


কুমিল্লা ইপিজেড শ্রমিকদের টিকাদান শুরু

কুমিল্লা ইপিজেড শ্রমিকদের টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ইপিজেডে কর্মরত শ্রমিকদের মাঝে করোনা ভাইরাস প্রতিষেধক টিকা প্রদান শুরু হয়েছে। প্রথম দফায় এই ইপিজেডের বিভিন্ন কারখানায় কর্মরত ১০ হাজার শ্রমিককে টিকা দেয়া হবে। মঙ্গলবার (১৭ আগস্ট) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) কুমিল্লার উদ্যোগে কাদেনা স্পোর্টস ওয়ার লিমিটেডসহ ইপিজেডের নয়টি কারখানার কর্মরত শ্রমিকদের মাঝে প্রথম দফায় এই টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে। 

উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলার সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন। 

এই উদ্বোধন অনুষ্ঠানে সভাপত্বি করেন, কুমিল্লা ইপিজেডে মহাব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান। 

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার ডেপটি সিভিল সার্জন ডাঃ শাহাদাত হোসেন, কাদেনা স্পোর্টস ওয়ার লিমিটেডে উৎপাদন পরিচালক আব্দুল মাজেদ, বেপজার শিল্প ও সম্পর্ক পরিচালক আশিক মোহাম্মদ শাহাদাত হোসেন, কাদেনা স্পোর্টস ওয়ার লিমিটেডে মহাব্যবস্থাপক মোহাম্মদ বাকী বিল্লাহ, আব্দুল কুদ্দুস, মোঃ হারুন ও উপ-মহাব্যবস্থাপক এনামুল হক প্রমূখ। 



www.a2sys.co

আরো পড়ুন