শিরোনাম

প্রকাশঃ ২০২১-০৯-৩০ ২২:২৮:৫৮,   আপডেটঃ ২০২৪-১০-০৬ ১৫:১০:৩১


বঙ্গবন্ধু ৭৫ সালেই স্যাটেলাইটের কথা চিন্তা করেন-কুমিল্লায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বঙ্গবন্ধু  ৭৫ সালেই স্যাটেলাইটের কথা চিন্তা করেন-কুমিল্লায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু ৭৫ সালেই স্যাটেলাইটের কথা চিন্তা করেছেন। বঙ্গবন্ধুই প্রথম সমুদ্র সীমার আইন করেছেন। যে কারণে তাঁর উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমান সমুদ্রসীমা আমরা অর্জন করতে পেরেছি। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগরে চৌদ্দগ্রাম, বুড়িচং, সদর দক্ষিণ ও মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।  

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ভাষণে বলেছিলেন পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ শাষিত আরেক ভাগ শোষিত। আমি শোষিত মানুষের পক্ষে। পৃথিবীর মধ্যে বিখ্যাত যে ক’জন নেতা আছেন, তাদের মধ্যে কেউ একটি রাষ্ট্র তৈরী করার স্বপ্ন দেখেছেন। তার পরবর্তী প্রজন্ম স্বপ্ন পূরণে কাজ শুরু করেছেন। পরে কেউ না কেউ তা বাস্তবায়ন করেছেন। কিন্তুু পৃথিবীর মধ্যে বঙ্গবন্ধুই একমাত্র নেতা যিনি ১৯৪৮ সালে বাংলাদেশ নামক একটি দেশের স্বপ্ন দেখেন। ৬ দফা আন্দোলন ও ঐতিহাসিক ৭-ই মার্চের ভাষনের মাধ্যমে স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করে তিনি ১৯৭১ সালে তা বাস্তবায়ন করেছেন।  

কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান, শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম ফারুক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তারভীর আহমেদ, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিশেক দাস।

পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীসহ অন্যান্যরা ফিতা কেটে চৌদ্দগ্রাম, বুড়িচং, সদর দক্ষিণ ও মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।



www.a2sys.co

আরো পড়ুন