শিরোনাম

প্রকাশঃ ২০২১-১০-০২ ১৬:৫১:০৫,   আপডেটঃ ২০২৩-০৯-২৯ ০৭:৩৩:১৩


নতুন শিক্ষাক্রমে ছেলে-মেয়েরা আনন্দের সঙ্গে পড়াশোনা শিখবে: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রমে ছেলে-মেয়েরা আনন্দের সঙ্গে পড়াশোনা শিখবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার মান উন্নয়ন সম্পর্কে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, শিক্ষার মান উন্নয়নে যে নতুন কারিকুলাম করা হচ্ছে, সেটাকে মাঠে নিয়ে যাওয়ার সময়ের মধ্যে আমরা আমাদের শিক্ষকদের যা প্রয়োজন, সেটিরও সমস্ত ব্যবস্থা করেছি। এই কারিকুলামে নতুন কিংবা ভিন্ন কোন পদ্ধতি চলে আসবে তা নয়। আমাদের বর্তমান কারিকুলামে যেগুলো আছে, সেগুলোও থাকবে এবং যেখানে যেটি ভাল কাজ করবে, সেটি আমরা গ্রহণ করছি। আর এ শিক্ষাক্রমে আনন্দের মধ্য দিয়ে ছেলে-মেয়েরা পড়াশোনা শিখবে। তারা কাজ করে করে শিখবে। কাজেই আমরা এখানে শিক্ষকদের যেমন প্রশিক্ষণ দিব, আমাদের টিচার্স গাইড যেগুলো, সেগুলো তৈরী হবে। আশা করি শিক্ষকদের জন্য এটি তত কঠিন কিছু হবে না এবং শিক্ষকদের ব্যাপক প্রশিক্ষণের প্রস্তুতি ইতোমধ্যেই নিয়েছি ও চলমান আছে। আশাকরি কোন সমস্যা হবে না।

শনিবার (০২ অক্টোবর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য সব কিছুই করা হচ্ছে। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার সরকার ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০ বছর সকল শিশুকে শিক্ষায় আনবার জন্য কাজ করেগেছে। এখন যখন আমরা সকলকে শিক্ষার আওতায় আনতে পেরেছি, এখন আমরা শিক্ষার মানটাকে উন্নত করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, আগেও শিক্ষার মানের দিকে আমাদের নজর ছিলো, কিন্তু তখন সংখ্যাটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিলো। আর এখন মানটাই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। 

সেজন্য কারিকুলাম সংশোধন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন আনা, শিক্ষক প্রশিক্ষণ, লাগসই প্রযুক্তি ব্যবহার, অবকাঠামো উন্নয়ন এসবের মধ্যেই দিয়ে মান সম্মত শিক্ষা দেয়া সম্ভব। আর সে জন্য বই পড়ে শুধু পড়াশোনা নয়, বাচ্চারা খেলা-ধুলার মধ্যে শিখবে, আনন্দের মধ্য দিয়ে শিখবে, কাজ কর্ম করে শিখবে এবং সমাজ অর্থাৎ কমিউনিটির বিভিন্ন কাজের মধ্য দিয়ে শিখবে। 

তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. মহিউদ্দন খান আলমগীর এমপি, সাবেম মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। 

বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড.সেলিমমাহমুদ, মুহম্মদ শফিকুর রহমান এমপি, এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি ও সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

আগামীকাল রবিবার (৩ অক্টোবর) একই স্থানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজন বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।



www.a2sys.co

আরো পড়ুন