শিরোনাম

প্রকাশঃ ২০২০-১০-৩১ ১৯:১৪:৫২,   আপডেটঃ ২০২৪-০৩-১৯ ০৭:২১:২২


উপজেলা পরিষদ এসোসিয়েশন কুমিল্লার সভাপতি কালু, সম্পাদক এড.টুটুল

উপজেলা পরিষদ এসোসিয়েশন কুমিল্লার সভাপতি কালু, সম্পাদক এড.টুটুল

নিজস্ব প্রতিবেদক

উপজেলা পরিষদ এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার নাঙ্গলকোট উপজেলা পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান  মো.সামছুউদ্দিন কালুকে সভাপতি এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুলকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।  

শনিবার দুপুরে কুমিল্লা ক্লাবে আয়োজিত সভায় সংগঠনের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সদর দক্ষিন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তারসহ জেলার ১৭ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানগনের  উপস্থিতিতে  সর্বসম্মতিক্রমে  এ নতুন কমিটি গঠন করা হয়। 

এসময় বক্তারা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা পরিষদ এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার সদ্য সাবেক সভাপতি ও চান্দিনা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.জয়নাল আবেদিন,লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা মজিদ, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এসএম মাঈনুল ইসলাম, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মুরাদনগর উপজেলা পরিষদের  ভাইস-চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ তমাল,বুড়িচং  উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ওমর ফারুক, চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, মেঘনা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান  মিলন সরকার, আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান এড.হোসনেয়ারা বেগম বকুল, দেবিদ্বার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাজমা আক্তার,মনোহরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা কুসুম,লালমাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, হোমনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার,বুড়িচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আখতার, মুরাদনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, সদর দক্ষিন  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  নাছিমা আক্তার পুতুল,বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, মেঘনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন প্রমুখ।  




www.a2sys.co

আরো পড়ুন